প্রতিবেদন : লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই একটার পর একটা বিপাকে পড়ছে বিজেপি। এবার শুধু বিপাক বললে ভুল হবে, গভীর অস্বস্তির মুখোমুখি গেরুয়া শিবির। এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেপি হেভিওয়েট বি এস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে। নাবালিকার বয়স ১৭, ইয়েদুরাপ্পার (B. S. Yediyurappa) বয়স ৮৫। নাবালিকার মা বেঙ্গালুরুর সদাশিবনগর থানায় অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। তার ভিত্তিতে ইয়েদুরাপ্পার বিরুদ্ধে ‘পকসো’ আইনে মামলা দায়ের করেছে পুলিশ। স্বাভাবিকভাবেই নির্বাচনের মুখে লজ্জায় মুখ ঢাকার জায়গা পাচ্ছে না গেরুয়া নেতৃত্ব। ঠিক কী হয়েছিল ঘটনাটা? পুলিশ সূত্রে খবর, গত ২ ফেব্রুয়ারি ওই নাবালিকা মায়ের সঙ্গে গিয়েছিল ইয়েদুরাপ্পার সঙ্গে দেখা করতে। একটি প্রতারণার মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর সাহায্য চেয়েছিলেন তাঁরা। সেই সুযোগেই নাবালিকাকে যৌন নিগ্রহ করেন বিজেপির প্রবীণ নেতা। সেইরকমই অভিযোগ মা-মেয়ের। এই ঘটনায় কর্নাটকে ঘোর সঙ্কটে পড়েছে বিজেপি। কারণ ইয়েদুরাপ্পার (B. S. Yediyurappa) পুত্র বিজয়েন্দ্র এখন দলের রাজ্য সভাপতির দায়িত্বে। আর এক পুত্র রাঘবেন্দ্র দলের প্রার্থী হয়েছেন শিমোগা কেন্দ্র থেকে। লিঙ্গায়েত জনগোষ্ঠীর ভোট পেতে এই পরিবারের ওপরই নির্ভর করেছিল বিজেপি। কিন্তু এমন কাণ্ডে হতাশ গেরুয়া শিবির। সরব বিপক্ষ। তবে এই প্রথম নয়, কর্নাটকেই বিধানসভার অধিবেশনে বসে পর্ন দেখার অভিযোগ উঠেছিল বিজেপির উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে।
আরও পড়ুন- হাসপাতালে অ্যাঞ্জিওপ্লাস্টির পর বাড়ি ফিরলেন অমিতাভ বচ্চন