রাত দখলের নাটকে ছিল যারা, তারাই অশ্লীল-কাণ্ডে অভিযুক্ত, আটক প্রাক্তন বামনেতার ছেলে

Must read

প্রতিবেদন : মহিলাদের নিরাপত্তা নিয়ে বাড়তি সিরিজ দেখিয়ে যারা রাত জাগে, সেই সিপিএম (CPIM) নেতার ছেলেই মহিলাদের অশ্লীল ছবি তোলা ও কু-প্রস্তাব দেওয়ার অভিযোগে আটক! কোন্নগরে মদ্যপ অবস্থায় মহিলাদের অশ্লীল ছবি তোলা আর সেই ছবি দেখিয়ে ব্ল্যাকমেল এবং সঙ্গে কু-প্রস্তাব দেওয়ার অভিযোগে এবার পুলিশের হাতে আটক প্রাক্তন সিপিএম পুরপ্রধান বাসুদেব ইন্দ্রর ছোট ছেলে রানা ইন্দ্র। এই ঘটনা প্রকাশ্যে আসার পর নিন্দার ঝড় উঠেছে সর্বত্র। এবার নারী-নিরাপত্তা নিয়ে কি যুক্তি দেবে রাস্তা দখল করে রাতজাগা বামেরা?
কোন্নগরের সুপার মার্কেট এলাকায় একটি ঝালমুড়ির দোকান রয়েছে অভিযুক্ত রানা ইন্দ্রর। বৃহস্পতিবার সন্ধ্যায় দিদির সঙ্গে সেখানে যান এক যুবতী। আর সেখানেই ঝালমুড়ি বিক্রির আড়ালে লুকিয়ে ওই যুবতীর কুরুচিকর ছবি তুলেছে অভিযুক্ত রানা ইন্দ্র। ঘটনার প্রতিবাদ করলে ওই যুবতীর শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ ওঠে। খবর পেয়ে কোন্নগর ফাঁড়ির পুলিশ এসে আটক করে নিয়ে যায় রানাকে।
এই নিয়ে কোন্নগর পুরসভার বর্তমান পুরপ্রধান স্বপন দাস বলেন, মহিলাদের অসম্মান করার মতো নোংরা কাজই সিপিএমের (CPIM) কালচার। এই সিপিএম ও তাদের ছেলে-মেয়েরা রাজ্যে মহিলাদের নিরাপত্তা নেই বলে চিৎকার করে আর রাতজাগার নাটক করে মানুষকে বিভ্রান্ত করেছে। এই রানা ইন্দ্রর বিরুদ্ধে এর আগেও মদ্যপ অবস্থায় এসব নোংরামি করার অভিযোগে আছে। এসব ছেলেদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া দরকার।

আরও পড়ুন-গুড়াপে শিশু কন্যার ধর্ষণ-খুনে ৫৪ দিনে রায়দান! দোষীর ফাঁসির সাজা আদালতের

Latest article