প্রতিবেদন : বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিককে আটকে দিল বিজেপির পুলিশ। আগরতলা থেকে ধর্মনগর যাচ্ছিলেন প্রতিমা। যাওয়ার পথেই গাডরেল দিয়ে তাঁর পথ আটকে দেওয়া হয়। ক্ষুব্ধ প্রতিমা মুখ্যমন্ত্রী মানিক সাহার বিরুদ্ধে তোপ দেগেছেন। প্রকাশ্যে বিজেপির অন্তর্দ্বন্দ্ব। প্রতিমার অভিযোগ, কেন পথ আটকানো হল? পুলিশ বলছে, উপরের নির্দেশ।
আরও পড়ুন-দিনের কবিতা
প্রতিমা বলছেন, ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা। দলীয় কর্মসূচিতেই ধর্মনগর যাচ্ছিলেন। প্রায় ৩০ মিনিট আটকে রাখা হয় তাঁকে। পুলিশের সঙ্গে প্রতিমার তুমুল বচসা ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। প্রতিমা বলেন, যেখানে আটকানো হয়েছে সেখানে ১৬৩ ধারা ছিল না। ত্রিপুরাতে অদ্ভুত প্রশাসন চলছে। ওরা আমায় ভয় পেয়েছে।

