শনিবার ১২ জুলাই নেপালের (Nepal) প্রাক্তন নির্বাচন কমিশনার এবং বিশিষ্ট সাংবাদিক ইলা শর্মা (Ila Sharma) কাঠমান্ডুর নিজের বাসভবনে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। তাঁর স্বামী ও ভারতের প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার এস. ওয়াই. কুরেশি জানিয়েছেন, ইলা শর্মা এক বন্ধুর সঙ্গে কথা বলার সময় হঠাৎ করেই জ্ঞান হারান এবং সঙ্গে সঙ্গেই তাঁর মৃত্যু হয়। কুরেশি সেই সময়ে পাশের ঘরে ছিলেন।
আরও পড়ুন-এসএসসির নতুন বিজ্ঞপ্তিকেই মান্যতা, রাজ্যের বিরাট জয়
ইলা শর্মা নিজের সাংবাদিকতা জীবন শুরু করেন ‘দ্য রাইজিং নেপাল’ পত্রিকায়। তিনি বহু বছর ধরে রাজনৈতিক ও সমাজকেন্দ্রিক বিষয় নিয়ে লিখতেন। তাঁর বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি ও গণতান্ত্রিক মূল্যবোধের জন্য তিনি রাজনৈতিক মহলে সুপরিচিত ছিলেন। ইলা শর্মার মতো প্রগতিশীল মানুষ গণতন্ত্রকে সাংবিধানিকভাবে দৃঢ় করার পক্ষেই প্রতিনিয়ত সরব হয়েছিলেন। মাওবাদী আন্দোলন থেকে শুরু করে নতুন সংবিধান গঠন পর্যন্ত প্রতিটি স্তরে তিনি প্রশাসনিক ক্ষেত্রে অতি সক্রিয় ছিলেন। বহু গণতান্ত্রিক আন্দোলনকর্মী, নির্বাচন পর্যবেক্ষক এবং সাংবাদিকদের কাছে তিনি অনুপ্রেরণা ছিলেন।
আরও পড়ুন-স্বৈরাচারী বিজেপির শাসনে এবার নিরাপদ নয় হিন্দুরাও
এই মর্মে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করে লিখেছেন, ”নেপালের প্রাক্তন নির্বাচন কমিশনার এবং আমাদের প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার এস ওয়াই কুরাইশির স্ত্রী শ্রীমতী ইলা শর্মার আকস্মিক মৃত্যু সম্পর্কে জানতে পেরে আমি মর্মাহত। আমি তাঁর আত্মার শান্তি কামনা করি। এস.ওয়াই.কুরেশির প্রতি আমার আন্তরিক সমবেদনা।”
Just learnt about, and felt saddened by, the sudden passing away of Smt. Ila Sharma, former Election Commissioner of Nepal, and wife of our former Chief Election Commissioner S Y Quraishi.
May her soul rest in peace. My sincere condolences to @DrSYQuraishi
— Mamata Banerjee (@MamataOfficial) July 16, 2025