দীর্ঘ রোগভোগের পর মঙ্গলবার সকালে প্রয়াত হলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া (Kheleda Zia passed away)। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্টের সমস্যার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। ফুসফুসে সংক্রমণ ও নিউমোনিয়া ধরা পড়ে। ২৭ ডিসেম্বর (শনিবার) ঢাকার এভার কেয়ার হাসপাতালের চিকিৎসকরা অশীতিপর বিএনপি নেত্রীর অতি সংকট জনক শারীরিক পরিস্থিতির কথা জানিয়েছিলেন। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। নিয়মিত ডায়ালিসিসও চলছিল। কিন্তু এদিন সকালেই খালেদার মৃত্যুর খবর প্রকাশ্যে আসে।
আরও পড়ুন-আজ বাঁকুড়া সফরে মুখ্যমন্ত্রী
প্রথম বার ১৯৯১ থেকে ১৯৯৬ পর্যন্ত, দ্বিতীয় এবং শেষ বার ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দুদফায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন খালেদা। জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হলেও নিজেই নিজের পরিচিতি তৈরি করে বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টির হাল ধরেন তিনি। প্রতিবেশী রাষ্ট্রে তার নারী শিক্ষা প্রসারের তাঁর ভূমিকার কথা কূটনৈতিক মহলে যথেষ্ট আলোচিত। যদিও ক্ষমতায় থাকাকালীন দুর্নীতির অভিযোগও ওঠে খালেদার বিরুদ্ধে। ১৭ বছরের কারাদণ্ড হয় তাঁর। সেই সময় থেকেই একাধিক বার অসুস্থ হয়ে পড়েছিলেন।চলতি বছরের গোড়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল। পরবর্তীতে কিডনির সমস্যা বাড়তে থাকে। এর সঙ্গে সঙ্গে একাধিক শারীরিক অসুস্থতার লক্ষণ ধরা দেয়। এবারেও তাঁকে বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা হলেও অবস্থার স্থিতিশীল না থাকায় ঢাকাতেই চিকিৎসা করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় এক মাসের বেশি সময় ধরে হাসপাতালে থাকার পর মঙ্গলবার সকালে শেষ হল লড়াই।
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…