‘পাকিস্তানে ট্রাম্প পরিবারের ব্যবসার জন্য ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছে’ বিস্ফোরক অভিযোগ প্রাক্তন মার্কিন নিরাপত্তা উপদেষ্টার

ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়ে দুদেশের বাণিজ্যিক সম্পর্ক নষ্ট করার জন্য এবার নিজের দেশেই কড়া সমালোচনার মুখে ডোনাল্ড ট্রাম্প

Must read

আশিস গুপ্ত, দিল্লি: ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়ে দুদেশের বাণিজ্যিক সম্পর্ক নষ্ট করার জন্য এবার নিজের দেশেই কড়া সমালোচনার মুখে ডোনাল্ড ট্রাম্প। আরও তাৎপর্যপূর্ণভাবে এক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ উঠছে খোদ মার্কিন প্রশাসনের অন্দরমহল থেকেই। সম্প্রতি এই বিষয়ে প্রাক্তন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এক বিস্ফোরক অভিযোগ এনেছেন। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের পরিবারের ব্যবসায়িক স্বার্থ রক্ষার জন্য দেশের স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছেন। পারিবারিক ব্যবসার প্রয়োজনে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে গিয়ে ভারত-মার্কিন সম্পর্ককে বলি দিয়েছেন ট্রাম্প।

আরও পড়ুন-টাকার রেকর্ড পতন ও চাকরির সংকোচন, ভারতীয় অর্থনীতি এখন দ্বিমুখী চাপে

সুলিভানের কথায়, ভারতের সঙ্গে শুল্কযুদ্ধ এবং সম্পর্ক নষ্ট করার ঘটনা ট্রাম্প আমলের বিদেশনীতির সবচেয়ে বড় মাপের অবমূল্যায়ন। মেইডাস টাচ ইউটিউব চ্যানেলের এক আলোচনায় সুলিভান বলেন, দীর্ঘ কয়েক দশক ধরে দুই দলের প্রশাসনই বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের সঙ্গে প্রযুক্তি, প্রতিভা, অর্থনীতি এবং বিশেষত চিনের কৌশলগত প্রভাব মোকাবিলার মতো ক্ষেত্রে একটি সুদৃঢ় অংশীদারিত্ব গড়ে তোলার চেষ্টা করেছে। ট্রাম্পের সিদ্ধান্তের ফলে সেই অগ্রগতি ব্যাহত হয়েছে, যা আমেরিকার জন্য বিরাট কৌশলগত ক্ষতি। সুলিভান উল্লেখ করেন, পাকিস্তানের সঙ্গে ট্রাম্প পরিবারের ব্যবসায়িক যোগসূত্রই অবস্থান বদলের মূল কারণ। পাকিস্তানের নতুন ক্রিপ্টো কাউন্সিলের সঙ্গে ট্রাম্প পরিবারের সম্পর্কযুক্ত ‘ওয়ার্ল্ড লিবার্টি ফিন্যান্সিয়াল’-এর চুক্তি এবং ইসলামাবাদের তরফে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার সুপারিশ— এসব ঘটনার জেরে ভারতের সঙ্গে সম্পর্ককে ধ্বংস করেছেন ডোনাল্ড ট্রাম্প। সুলিভানের বক্তব্য, ভারত-মার্কিন অংশীদারিত্ব আমেরিকার মৌলিক স্বার্থরক্ষায় অপরিহার্য। তা উপেক্ষা করা মার্কিন মিত্রদের জন্যও এক উদ্বেগজনক বার্তা। রুশ তেল আমদানি ও নিজেদের বাণিজ্য ঘাটতির বিষয়কে অজুহাত করে ট্রাম্প প্রশাসন ভারতে ৫০ শতাংশ শুল্ক-জরিমানা আরোপ করেছে। কিন্তু সুলিভানের মতে, পাকিস্তানের ব্যবসায়িক চুক্তি ও ট্রাম্প প্রশাসনের নীতিগত পরিবর্তন একে অপরের সঙ্গে সরাসরি সম্পর্কিত, যা প্রমাণ করে ট্রাম্প পরিবারের ব্যক্তিগত স্বার্থ যুক্তরাষ্ট্রের বিদেশনীতিকে প্রভাবিত করেছে।

Latest article