নেতাজি-স্মরণেও দাদাগিরি ফব-র

রাজনৈতিকভাবে পায়ের তলার মাটি হারিয়ে বিরোধীদের মাথার ঠিক নেই। নেতাজির মূর্তিতে মালা দেওয়া নিয়েও তাই গোলমাল পাকাল ফরোয়ার্ড ব্লক

Must read

সংবাদদাতা, বহরমপুর : রাজনৈতিকভাবে পায়ের তলার মাটি হারিয়ে বিরোধীদের মাথার ঠিক নেই। নেতাজির মূর্তিতে মালা দেওয়া নিয়েও তাই গোলমাল পাকাল ফরোয়ার্ড ব্লক। পরিস্থিতি সামলাতে ইসলামপুর থানার পুলিশকে যেতে হল। সোমবার ইসলামপুর মোড়ে নেতাজির মূর্তিতে মালা দিতে যান স্থানীয় পঞ্চায়েত প্রধান ও তৃণমূল কর্মী-সমর্থকেরা। অভিযোগ, সেই সময় ফরওয়ার্ড ব্লকের কর্মী-সমর্থকেরা মিছিল করে এসে আগে মালা দিতে চেয়ে হামলা করে তৃণমূল কর্মীদের উপর।

আরও পড়ুন-আন্দোলন ভাঙতে রাম-বাম আঁতাত বিশ্বভারতী

তৃণমূল পঞ্চায়েত প্রধান ও নেতৃত্ব রানিনগর তৃণমূল বিধায়ক সৌমিক হোসেনের জন্য অপেক্ষা করছিলেন। সৌমিক ঘটনাস্থলে পৌঁছনোর আগেই ফরোয়ার্ড ব্লকের লোকজন গন্ডগোল পাকায়। তাতে সংবাদমাধ্যমের এক কর্মীও আক্রান্ত হন বলে অভিযোগ। সৌমিক বলেন, ইসলামপুর মোড়ে নেতাজির মূর্তিতে মাল্যদান করা সরকারিভাবেই স্থির হয়েছিল। সেই মোতাবেক স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকেরা ছিলেন। তবুও এক প্রকার জোর করে ফরওয়ার্ড ব্লক কর্মীরা মালা দিতে গেলে বাধা দেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকার মানুষ। এর সঙ্গে রাজনীতির যোগ নেই। তৃণমূলকে কালিমালিপ্ত করতে উদ্দেশ্যেপ্রণোদিতভাবে ফরওয়ার্ড ব্লক গণ্ডগোল পাকিয়েছে।

Latest article