ফসিল পার্ক হেরিটেজ

আমখৈ ফসিল পার্ককে বায়ো-ডাইভার্সিটি হেরিটেজ সাইট হিসেবে পশ্চিমবঙ্গ গেজেটে ঘোষণা করল পশ্চিমবঙ্গ বন দফতরের সংরক্ষণ বিভাগ

Must read

সংবাদদাতা, বোলপুর : আমখৈ ফসিল পার্ককে বায়ো-ডাইভার্সিটি হেরিটেজ সাইট হিসেবে পশ্চিমবঙ্গ গেজেটে ঘোষণা করল পশ্চিমবঙ্গ বন দফতরের সংরক্ষণ বিভাগ। ১৩.৯ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বীরভূমের ইলামবাজারে চৌপাহাড়ি শালের জঙ্গল। এই জঙ্গলে পুকুর কাটার সময় মাটির তলা থেকে বেরিয়ে আসে প্রায় দু’কোটি বছরের পুরানো শাল, সেগুন আমলকী গাছের ফসিল।

আরও পড়ুন-দ্রুত মেরামতির সিদ্ধান্ত সেচ দফতরের, খতিয়ে দেখল প্রশাসন, ফের জলোচ্ছ্বাসে ভাঙন মেরিন ড্রাইভে

গাছগুলো শুইয়ে রাখা হয়েছে মাটির উপরেই। দূর থেকে দেখলে মনে হবে কালো পাথর। তার কিছুটা অংশ কয়লা, কিছুটা অংশ পাথর। গুঁড়ির গায়ে গাছের শিরা উপশিরার দাগ স্পষ্ট। এই জঙ্গলে ৩২টি গ্রামে আদিবাসী লোকের বাস। তাঁরা সবাই শালের থালা আর মাশরুম চাষের উপর নির্ভরশীল। ইলামবাজারের পোড়ামাটির মন্দিরের খ্যাতি জগৎজোড়া। অজয় নদের তীরে ইলামবাজারের শিল্পসংস্কৃতি নিয়ে গড়ে-ওঠা পার্ক শান্তিনিকেতনের পাশাপাশি আকর্ষণীয় পর্যটকদের কাছে। বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হওয়ার পর এই পার্ক সংরক্ষণের দায়িত্ব নেবে রাজ্য সরকারের সংশ্লিষ্ট বিভাগ।

Latest article