এবার বাগুইআটিতে ট্রলি ব্যাগে মহিলার দেহ! চাঞ্চল্য

Must read

ফের ট্রলি ব্যাগে উদ্ধার দেহ, এবার ঘটনাস্থল বাগুইআটির দেশবন্ধু নগর। মঙ্গলের সকালে রাস্তার পাশে রক্তমাখা ট্রলি দেখে সন্দেহ হয় স্থানীয়দের। পুলিশ পৌঁছেব্যাগ থেকে উদ্ধার করে মহিলার দেহ। তাঁর শরীরে একাধিক আঘাতে চিহ্ন রয়েছে বলে জানা গেছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতার পরিচয় জানার চেষ্টা চলছে।

আরও পড়ুন: বাংলায় সম্প্রীতির বাতাবরণ ভাঙতে আগ্রাসী গেরুয়া পক্ষ

স্থানীয়দের অনুমান অন্য কোথাও খুন করে এখানে দেহ সমেত ট্রলিব্যাগ ফেলে রাখা হয়েছে। ইতিমধ্যেই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কে বা কারা এইভাবে ব্যাগ রেখে গেল তা জানার চেষ্টা করছে বাগুইআটি থানার পুলিশ।

Latest article