৫০০ কোটিরও বেশি টাকার প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন, আজ জেলায় মুখ্যমন্ত্রী, প্রস্তুত প্রশাসন

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আজ দুপুর ১টা নাগাদ লালবাগের নবাব বাহাদুর ইনস্টিটিউশনের মাঠে হবে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা।

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : আজ, সোমবার মুর্শিদাবাদ জেলায় প্রশাসনিক বৈঠক করতে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রায় ৩৫০ কোটি টাকার বিভিন্ন প্রকল্প উদ্বোধন করবেন। পাশাপাশি আরও ১৫০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করবেন। রবিবার মুর্শিদাবাদ জেলা প্রশাসন সূত্রে এমনটাই জানা গিয়েছে। বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাসের অনুমোদন চেয়ে ইতিমধ্যে বিস্তারিত তালিকা মুখ্যমন্ত্রীর দফতরে পাঠিয়েছে জেলা প্রশাসন।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর শ্রমিক কল্যাণ প্রকল্প দেশে নজির, পরিবহন কর্মীদের সম্মেলনে তৃণমূল নেতা

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আজ দুপুর ১টা নাগাদ লালবাগের নবাব বাহাদুর ইনস্টিটিউশনের মাঠে হবে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা। সেখান থেকেই তিনি প্রায় ২৭ কোটি টাকায় নির্মিত কৃষ্ণনগর থেকে দেবীপুর হয়ে জলঙ্গি পর্যন্ত একটি রাস্তার উদ্বোধন করবেন। এছাড়াও প্রায় ৩২ কোটি টাকা ব্যয়ে বহরমপুর থেকে হরিহরপাড়া-আমতলা রাজ্য সড়কেরও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক সভামঞ্চ থেকে তিনি জেলার বিভিন্ন প্রান্তে নির্মিত একাধিক রাস্তার উদ্বোধন করবেন বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর হাত ধরে মুর্শিদাবাদ জেলাবাসী আজ বেশ কয়েকটি জলপ্রকল্পও পেতে চলেছেন বলে জানা গিয়েছে। কয়েকটি ব্লকের জলপ্রকল্প এবং পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া-সহ বিভিন্ন কৃষি প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী বলে জানা গিয়েছে মুর্শিদাবাদ জেলা প্রশাসন সূত্রে।

Latest article