বঙ্গ

খরচ ২ কোটি টাকা, ৯৮টি প্রকল্পের শিলান্যাস সাগরে

নাজির হোসেন লস্কর: শুরু হল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের বাস্তবায়নের কাজ৷ দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রান্তিক ব্লক সাগরের ৯টি গ্রামপঞ্চায়েত এলাকায় সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী বিভিন্ন কাজের শিলান্যাস করলেন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ও সাংসদ বাপি হালদার৷ শনিবার ধসপাড়া সুমতিনগর ২ গ্রাম পঞ্চায়েত এলাকার হারাধনপুর নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবির অনুষ্ঠিত হয়৷ দ্বীপবাসীদের উন্নয়নের আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করতে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে ১০০টির মতো কাজের শিলান্যাস করা হয় এই অনুষ্ঠান থেকে৷ বিডিও কানাইয়াকুমার রায় বলেন, সাগর ব্লকের ১৭৪টি বুথের মধ্যে ১৪৫টি বুথে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের শিবিরের কাজ সম্পূর্ণ হয়েছে৷ তারই মধ্যে পরিকল্পনামূলক বিভিন্ন কাজের টেন্ডার সম্পন্ন ও কাজ বণ্টন করা হয় বিভিন্ন ঠিকাদারকে৷ এলাকার চাহিদা অনুযায়ী প্রথম পর্যায়ে ১ কোটি ৯১ লক্ষ ৫৪ হাজার ২৪৪ টাকা ব্যয়ে ৯৮টি কাজের আনুষ্ঠানিক শিলান্যাস হল৷

আরও পড়ুন-মিথ্যাচার ছাড়ুন, আসল গোপাল পাঁঠাকে চিনুন

সাংসদ বাপি হালদা বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন, সে-কথাই রাখেন৷ ২ অগাস্ট থেকে শুরু হয়েছিল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। সাগর ব্লকে আজকের সেই প্রকল্পের কাজের শিলান্যাস হল৷ বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, এটা কোনও জুমলাবাজদের কথা নয়, এটা কোনও কেন্দ্রীয় সরকারের ধোঁকাবাজদের কাজ নয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাজ৷ একেবারে সাধারণ প্রান্তিক মানুষ, তাঁদের চাহিদা, অভিযোগ, দাবি, সিদ্ধান্তকে মান্যতা দিয়ে আজকের আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে সাগর ব্লকে কাজ শুরু হল৷
একেবারে বুথে বুথে উন্নয়নের জন্য দেশের মধ্যে এক নজিরবিহীন প্রকল্প চালু করেছেন বাংলার মুখ্যমন্ত্রী৷ তাঁর প্রশংসা করে মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বলেন, বিশ্বসেরা এই প্রকল্প৷ ভারতে যতগুলো অঙ্গরাজ্য আছে তার কোনওটিতে এই ধরনের প্রকল্প নেই৷ এই প্রকল্পের মাধ্যমে এলাকার জনগণের জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখবে।

Jago Bangla

Recent Posts

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 minutes ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

38 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

46 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

1 hour ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

11 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

11 hours ago