সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ‘স্বপ্নের প্রকল্প’ দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে চাঁদের হাট। সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট মানুষ এদিন এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন। দুর্গা অঙ্গন শুধুমাত্র একটি ধর্মীয় স্থাপনা নয়, বাংলার শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যের একটি স্থায়ী কেন্দ্র হিসেবে গড়ে উঠতে চলেছে। এখানে শিল্পকলা, ঐতিহ্য ও সাংস্কৃতিক চর্চার জন্য পরিকাঠামো থাকবে।
আরও পড়ুন-”বিশ্বের বৃহত্তম দুর্গা অঙ্গন”, নিউটাউনে দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী
এদিনের অনুষ্ঠানের শুরুতেই নৃত্য পরিবেশন করলেন ডোনা গঙ্গোপাধ্যায়। তারপরেই মুখ্যমন্ত্রীর কথায় ও সুরে দুর্গাপুজোর গান গাইলেন বিশিষ্ট সংগীতশিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। ভূমিপুজোর অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত গাইলেন সঙ্গীতশিল্পী ও মন্ত্রী বাবুল সুপ্রিয় ও ‘অয়ি গিরিনন্দিনি নন্দিতমেদিনি বিশ্ব-বিনোদিনি নন্দনুতে’ গাইলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী। অবশেষে মুখ্যমন্ত্রীর কথা ও সুরে দুর্গা অঙ্গনের অনুষ্ঠানে গান গাইলেন মন্ত্রিসভার সদস্য ইন্দ্রনীল সেন। নিজের বক্তব্যের শুরুতেই এদিন মুখ্যমন্ত্রী বলেন, ”সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী রয়েছেন অনুষ্ঠানে। ওঁর শরীর এখনও পুরোপুরি ঠিক হয়নি। গান গাইতে চাইছিল। কিন্তু আমি দিইনি।’’
আরও পড়ুন-বিষ্ণুপুরে ‘সেবাশ্রয় ২’ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়
প্রসঙ্গত, নিউটাউন বাস স্ট্যান্ডের বিপরীতে অ্যাকশন এরিয়া–ওয়ানে প্রায় ১৭ একরেরও বেশি জমিতে তৈরি হতে চলেছে এই দুর্গা অঙ্গন। দুর্গা অঙ্গন নির্মাণে ব্যয় হবে আনুমানিক ২৬২ কোটি টাকা। প্রাথমিক নকশা অনুযায়ী, মূল ফটকটি একটি মন্দিরের আদলে করা হবে। দুই দিকে সবুজ ঘাসের চাদর আর তার মাঝেই মার্বেলের রাস্তা ধরে মূল মন্দিরে ঢুকতে হবে।

