গেরুয়া রাজ্যে সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার একই পরিবারের চার জনের মরদেহ

যদিও পুলিশের অনুমান এই দেহগুলি ওই পরিবারের সদস্যদের।

Must read

শনিবার বিকেলে মধ্যপ্রদেশের (MadhyaPradesh) সিঙ্গরাউলি জেলার বর্গওয়ান থানার বড়খড় গ্রামে একই পরিবারের চার জনের দেহ উদ্ধার হয়েছে । স্থানীয়েরা দুর্গন্ধ পাচ্ছিলেন কয়েক দিন ধরেই। গন্ধের উৎস খুঁজতে গিয়েই চমকে উঠলেন তারা। নজরে আসে এলাকারই একটি বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে গন্ধ আসছিল। সেপটিক ট্যাঙ্ক খুলতেই চার জনের পচাগলা দেহ উদ্ধার হয়। প্রতিবেশীরাই পুলিশে খবর দেন। পুলিশ এসে দেহগুলি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহগুলি।

আরও পড়ুন-ভেঙে পড়ল উপকূলরক্ষী বাহিনীর কপ্টার, মৃত ৩

জেলার পুলিশ সুপার মণীশ ক্ষত্রি জানিয়েছেন, সেপটিক ট্যাঙ্ক থেকে চার জনের দেহ উদ্ধার হয়েছে। কিন্তু ওই দেহগুলি কাদের এই নিয়ে রহস্য তৈরী হয়েছে। জানা গিয়েছে, সুরেশ প্রজাপতি নামে এক ব্যক্তির বাড়ি থেকে দেহগুলি উদ্ধার হয়। ১ জানুয়ারির পর থেকে তাঁকে আর দেখা যায়নি। বাড়ির দরজা খোলা অবস্থায় ছিল। গাড়ি বাইরে রাখা। দেহগুলি এমন অবস্থায় পাওয়া গিয়েছে যে চেনার উপায় ছিল না। তাই স্বাভাবিকভাবেই সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া চার জনের দেহ ঘিরে বাড়ছে রহস্য। যদিও পুলিশের অনুমান এই দেহগুলি ওই পরিবারের সদস্যদের।

 

Latest article