জাতীয়

অন্ধ্রে গাড়ির ভিতরে আটকে দমবন্ধ হয়ে মৃত চার শিশু

অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh) দ্বারাপুড়ি গ্রামে মহিলা মণ্ডল অফিসের কাছে একটি গাড়ির ভিতরে আটকে পড়ে দমবন্ধ হয়ে মৃত্যু হল চার শিশুর। জানা গিয়েছে, ওই এলাকায় বাচ্চারা খেলছিল। খেলার ছলেই হঠাৎ দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে চারজন ঢুকে পড়ে। কিন্তু গাড়ি লক হয়ে যাওয়ায় আর বাইরে বেরোতে পারেনি তারা। মৃত চার শিশুর বয়স ৬ থেকে ৮ বছরের মধ্যে। তাদের মধ্যে তিনজন মেয়ে ও একজন ছেলে।

আরও পড়ুন-বয়কট নয়, বললে নাম পাঠাতাম: প্রতিনিধি দল নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন অন্ধ্রপ্রদেশের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী (MSME) কন্ডাপল্লি শ্রীনিবাস। তিনি এই বিষয়ে জানান, একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পরিবারটি সেখানে এসেছিল। শিশুরা খেলার সময় গাড়ির ভিতরে ঢুকে যায় এবং দরজা লক করে ফেলে। পরিবারের লোকজন তাদের খুঁজতে গিয়ে বিষয়টা দেখতে পান। কিন্তু ততক্ষণে সব শিশুরই মৃত্যু হয়েছে।

আরও পড়ুন-উত্তরবঙ্গে বাণিজ্য সম্মেলন থেকে চিকেন্স নেকের নিরাপত্তা: কর্মসূচি জানালেন মুখ্যমন্ত্রী

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের তরফে খবর ১০ বছরের কম বয়সী চারজন শিশু খেলতে খেলতে পার্ক করা একটি গাড়িতে ঢুকে পড়ে। গাড়ির দরজা বন্ধ ছিল, যার ফলে তারা ভেতরে আটকা পড়ে। সকাল থেকে শিশুদের দেখা না পাওয়ার পর তাদের বাবা-মা তাদের খোঁজে তল্লাশি শুরু করলে ঘটনাটি প্রকাশ্যে আসে। অবশেষে, স্থানীয় মহিলা মণ্ডলী অফিসের কাছে পার্ক করা একটি গাড়িতে তাদের মৃতদেহ পাওয়া যায়। রবিবার সকালে উদয় (৮), চারুমতী (৮), চারিষ্মা (৬) এবং মনস্বী (৬) খেলতে বেরিয়েছিল। চারুমতী এবং চারিষ্মা বোন ছিল, অন্য দুজন তাদের বন্ধু ছিল। অনেকক্ষণ ধরে বাড়ি না ফেরার পর, তাদের বাবা-মা তাদের খোঁজ শুরু করে। ওই এলাকায় পার্ক করা গাড়ির দরজা বন্ধ না থাকায়, শিশুরা দরজা খুলে গাড়িতে বসে পড়ে। এরপর দুর্ঘটনাক্রমে দরজা বন্ধ হয়ে যায়, ফলে তারা ভেতরে আটকা পড়ে যায়। দমবন্ধ হয়ে চারজনেরই মৃত্যু হয়। এই ঘটনার পর থেকেই রীতিমতো আতঙ্কে প্রতিবেশীরা। স্বাভাবিকভাবেই এই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা এবং শিশুদের প্রতি অভিভাবকদের দেখভালের বিষয়ে প্রশ্ন উঠছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে যথাযথ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।

Jago Bangla

Recent Posts

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 minutes ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

38 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

46 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

1 hour ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

11 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

11 hours ago