দেশের চার কোটি মানুষ করোনার প্রথম ডোজই নেয়নি, বলল কেন্দ্র

Must read

প্রতিবেদন : টিকাকরণ কর্মসূচি নিয়ে প্রচারের অন্ত নেই নরেন্দ্র মোদি সরকারের। কিন্তু এবার প্রচারের সেই সেই জয়ঢাক ফেটে গেল। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, দেশের মোট জনসংখ্যার মধ্যে ৪ কোটি মানুষ এখনও করোনার (Covid 1st Dose) প্রথম ডোজই নেয়নি। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ সংসদে দেওয়া বিবৃতিতে এই তথ্য দিয়েছেন।

আরও পড়ুন: নয়াদিল্লি রেলস্টেশনে গণধর্ষণ, গ্রেফতার চার রেলকর্মী

মন্ত্রী সংসদে বলেন, ১৮ জুলাই পর্যন্ত হিসেব করে দেখা গিয়েছে, দেশের চার কোটি মানুষ করোনার প্রথম ডোজই (Covid 1st Dose) পায়নি। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীর কাছে দেশে টিকাকরণ কর্মসূচি নিয়ে প্রশ্ন করা হলে তিনি এই তথ্য দেন। উল্লেখ্য, কিছুদিন আগেই টিকাকরণের ২০০ কোটির মাইলফলক স্পর্শ করায় দেশবাসীকে অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রের ওই দাবির প্রেক্ষিতে ধন্যবাদ দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই ঘটনার রেশ এখনও রয়ে গিয়েছে। কিন্তু এবার মোদি সরকারই নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করে জানিয়ে দিল দেশের ৪ কোটি মানুষ এখনও করোনা টিকার প্রথম ডোজ পায়নি। এ ঘটনায় বিরোধীরা অভিযোগ করেছে, মোদি সরকার টিকাকরণ নিয়ে যে প্রচার করছে তাতেও মিশে রয়েছে অনেক জল।।

Latest article