চলতি সপ্তাহে চার দিন বন্ধ মেট্রো

এই সপ্তাহে পরপর চারদিন বন্ধ থাকবে কলকাতা মেট্রো (Kolkata Metro) পরিষেবা। স্বাভাবিকভাবেই বহু যাত্রীর এর ফলে ভোগান্তির সম্ভাবনা বাড়ছে।

Must read

এই সপ্তাহে পরপর চারদিন বন্ধ থাকবে কলকাতা মেট্রো (Kolkata Metro) পরিষেবা। স্বাভাবিকভাবেই বহু যাত্রীর এর ফলে ভোগান্তির সম্ভাবনা বাড়ছে। মেট্রো রেল তরফে যদিও এই মর্মে জানানো হয়েছে, সিগন্যালিংয়ের কাজের জন্য পরিষেবা বন্ধ রাখতে হবে। সব লাইনের মেট্রো বন্ধ না থাকলেও ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন-ডাক্তারদের জেরা

বৃহস্পতিবার অর্থাৎ আজ থেকে রবিবার পর্যন্ত হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড ও শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুটে মেট্রো চলবে না। ১৩ থেকে ১৬ তারিখ পর্যন্ত এবং পরে ২০ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই রুটে মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। মেট্রো তরফে খবর, কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিগন্যালিং সিস্টেম বা সিবিটিসি চালু হচ্ছে। তারই পরীক্ষা চলবে। এই পরীক্ষা সফল হলে দুই ট্রেনের মধ্যে ধাক্কা লাগার আশঙ্কা কমে আসবে। এছাড়া অতিরিক্ত গতি বাড়ানোর সম্ভাবনা থাকবে না। এই রুটে মূলত অফিস যাত্রীরা যাতায়াত করেন। তাই মেট্রো বন্ধ থাকার ফলে রাস্তায় চাপ অনেকটাই বাড়বে। বাস থেকে শুরু করে ট্যাক্সিতে যাত্রীদের ভিড় বাড়বে এই সময়। সেই অবস্থায় বেসরকারি বাস এবং শাটল গাড়ির সংখ্যা ওই রুটে বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে।

Latest article