মালদহে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, চারজন আহত

সকালের দিকে মালদহের গাজোল থানার অন্তর্গত দেওতলা গ্রাম পঞ্চায়েতের কুলিপুকুর এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

Must read

বেপরোয়া লরির ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল মালদহে (Malda)। মালদহের গাজোলে ৫১২ নম্বর জাতীয় সড়কে (National Highway) যাত্রীবাহী একটি টোটোকে পেছন থেকে ধাক্কা দিল লরি। মর্মান্তিক এই ঘটনায় টোটো চালক-সহ মৃত তিনজন। গুরুতর আহত আরও একজন। স্থানীয় বাসিন্দারা প্রথমে আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য গাজোল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তবে কিছুক্ষন পরেই সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

আরও পড়ুন-নিন্দনীয়! মুম্বইগামী ট্রেন থেকে রেললাইনের উপর আবর্জনা ফেলে কোচের ডাস্টবিন সাফ করছেন কর্মী

সকালের দিকে মালদহের গাজোল থানার অন্তর্গত দেওতলা গ্রাম পঞ্চায়েতের কুলিপুকুর এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় মৃত মাছ ব্যবসায়ী নিজামুদ্দিন শেখের (৫৫) বাড়ি খলম্বা এলাকায়, ললিত ভুইমালি (৬০) থাকেন কাজিপাড়ায়, টোটো চালক আলতাফ হোসেনের (৪২) বাড়ি দেওতলা এলাকায় ও সামসুদ্দিন শেখ (৬০)।

আরও পড়ুন-নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টের জনস্বার্থ মামলায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট

অন্যদিকে একইদিনে পুরাতন মালদার নারায়ণপুর এলাকায় সকাল ৬টার দিকে ঘটে যায় আরেকটি দুর্ঘটনা। একটি পাথর বোঝাই ট্রাক একটি মাটি সরানোর গাড়িকে ধাক্কা দেয় এবং তারপর একটি গাড়ির শোরুমে ধাক্কা দেওয়ার ফলে একজন নিহত এবং তিনজন আহত হন। পুলিশের তরফে খবর, গাড়ির শোরুমের নিরাপত্তারক্ষী ঘটনাস্থলেই মারা যান এবং মাটি সরানো গাড়ির তিন আরোহী আহত হন।

 

Latest article