সংবাদদাতা, কাঁথি : পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনকে লক্ষ্য করে, বৃহস্পতিবার থেকেই ঘরগোছানো শুরু করে দিল কাঁথি সাংগঠনিক জেলা নেতৃত্ব। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মন্ত্রী অখিল গিরি ও কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি তরুণ মাইতির হাত ধরে তৃণমূল কংগ্রেসে ফিরলেন ভগবানপুরের প্রভাবশালী নেতা মানব পড়ুয়া, অরুণ মাইতি, উজ্জ্বল প্রধান ও সন্দীপ জানা।
আরও পড়ুন-বহরমপুরে ধিক্কার-মিছিল তৃণমূল মহিলা কংগ্রেসের
কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডের জনমঙ্গল সমবায় সমিতির সভাকক্ষে এঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা নেতৃত্ব। এই সঙ্গে ভগবানপুরের প্রায় ২০০টি পরিবার তৃণমূলে যোগ দিলেন। মানব পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য ছিলেন। দীর্ঘদিন ভগবানপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতিও ছিলেন। গত বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগ দিতে চাইলে আদি বিজেপির বিরোধিতায় পারেননি। আবার তাঁকে তৃণমূলের হয়ে দেখা যাবে।
আরও পড়ুন-প্রবাসের পুজোয় বাজবে বাংলার থিম সং
এদিনের সভা পরিচালনা করেন জেলা চেয়ারম্যান অভিজিৎ দাস। ছিলেন বিধায়ক উত্তম বারিক, প্রাক্তন মন্ত্রী জ্যোতির্ময় কর, মধুরিমা মণ্ডল, অর্ধেন্দু মাইতি, হরিসাধন দাস অধিকারী, বিকাশ বেজ, কমলেন্দু পাহাড়ি, দেবাশিস পাহাড়ি, শশাঙ্কশেখর জানা, তানিয়া জানা প্রমুখ।