প্রতিবেদন : ‘অপারেশন সিঁদুর’ শুরু হতেই চোখে সরষেফুল দেখা পাকিস্তান লাগাতার অপপ্রচার চালিয়েছে। শনিবার সন্ধ্যায় দিল্লির তরফে সংঘর্ষবিরতি ঘোষণার এক-একটা পয়েন্ট ধরে-ধরে পাকসেনার চার মিথ্যাচার ফাঁস করেছেন ভারতীয় সেনাবাহিনীর তিন মুখপাত্র। সন্ধ্যায় সংঘর্ষবিরতির ঘটনার মাঝেই ফের পাকিস্তানের গোলাবর্ষণ জম্মু-কাশ্মীর এবং পাঠানকোট লক্ষ্য করে। যদিও সেনার তরফে এ-নিয়ে রাত অবধি কোনও বিবৃতি নেই।
আরও পড়ুন-দিনের কবিতা
শনিবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে পাকিস্তানের অপপ্রচার প্রকাশ্যে আনলেন সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি, নৌবাহিনীর কমোডর রঘু আর নায়ার এবং বায়ুসেনার উইং কমান্ডার ব্যোমিকা সিং। পাকিস্তানের চার মিথ্যাচার ও ভারতীয় সেনাবাহিনীর জবাব : ১. পাক সেনার দাবি, জেএফ-১৭ দিয়ে নাকি ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম এস-৪০০ এবং ব্রহ্মোস মিসাইল বেস উড়িয়ে দিয়েছে পাকিস্তান। যা সর্বৈব মিথ্যা তথ্য! এদিন সকালের প্রেস ব্রিফিংয়ে ভিডিওগ্রাফি দেখিয়ে বিদেশমন্ত্রকের তরফে বলা হয়, এই ঘাঁটিগুলি সম্পূর্ণ অক্ষত রয়েছে।
২. পাকিস্তানের তরফে আরও দাবি করা হয়েছে, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, ভাতিণ্ডা, নালিয়া এবং ভুজে ভারতীয় এয়ারফিল্ডে হামলা চালিয়ে ধ্বংস করা হয়েছে। এটাও সম্পূর্ণ মিথ্যা দাবি।
৩. চণ্ডীগড় ও বিয়াসে থাকা ভারতের সামরিক অস্ত্রাগারে হামলা চালিয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে দাবি পাক সেনার। ভারতীয় সেনার স্পষ্ট বক্তব্য, ইসলামাবাদের এই দাবিও পুরোপুরি মিথ্যা। এদিন সকালের প্রেস ব্রিফিংয়েই তথ্য-সহ ছবি তুলে ধরে দেখানো হয়েছে, দুটি জায়গাই সম্পূর্ণ অক্ষত রয়েছে।
এবং ৪. সাংবাদিক বৈঠক করে পাক সেনার শীর্ষকর্তারা সর্বৈব মিথ্যা তথ্য প্রচার করেছেন, যা বিভ্রান্তিকর এবং বিকৃত সত্য। বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনী নাকি বেছে বেছে পাকিস্তানের মসজিদগুলিকে আঘাত করেছে। ভারতীয় সেনার তরফে এদিন স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ। এবং দেশের সশস্ত্র সেনা সাংবিধানিক মূল্যের প্রতিচ্ছবি। ভারতীয় সেনা কোনও ধর্মীয় স্থানে আঘাত করেনি। ভারতের প্রত্যেক হামলা সুনির্দিষ্টভাবে জঙ্গিঘাঁটি এবং ভারত-বিরোধী জঙ্গি কার্যকলাপে যুক্ত জায়গাগুলিতেই করা হয়েছে।
অথচ, পাকিস্তান নিরীহ নাগরিকদের টার্গেট করছে। জম্মু ও কাশ্মীরের গুরুদ্বার, কনভেন্ট স্কুল, হাসপাতাল-সহ জম্মুতে এক প্রাচীন শিবমন্দির গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, ভারতীয় সশস্ত্রবাহিনী পাকিস্তানের প্রতিরক্ষায় ব্যাপক আঘাত হেনেছে। পাকিস্তানের অফেন্সিভ ও ডিফেন্সিভ ফোর্সকে পুরোপুরি তছনছ করে দেওয়া হয়েছে। পাকিস্তানের স্কার্দু, জাকোবাবাদ, সারগোধা এবং ভুলারি এয়ারবেসে বিস্ফোরণ করে ব্যাপক ক্ষতিগ্রস্ত করেছে ভারতের সেনাবাহিনী।