দুর্গাপুর-কাণ্ডে চারজনের ৫ দিনের পুলিশ হেফাজত, মাঝের ৪০ মিনিট ধোঁয়াশাপূর্ণ

গণধর্ষণ নয়, আগেই স্পষ্ট করে দিয়েছে পুলিশ। ফরেনসিক পরীক্ষায় নির্যাতিতার পোশাকে সহপাঠীর যৌনরসের নমুনা পাওয়া গিয়েছে বলেও পুলিশ সূত্রে দাবি

Must read

সংবাদদাতা, দুর্গাপুর : গণধর্ষণ নয়, আগেই স্পষ্ট করে দিয়েছে পুলিশ। ফরেনসিক পরীক্ষায় নির্যাতিতার পোশাকে সহপাঠীর যৌনরসের নমুনা পাওয়া গিয়েছে বলেও পুলিশ সূত্রে দাবি। যদিও এখনও সব অভিযুক্তের পোশাকের ফরেনসিক রিপোর্ট প্রকাশ্যে আসেনি। এদিকে রাজ্যকে অকারণ টার্গেট করে সিটি সেন্টারে বিজেপির ৬ দিনের ধরনামঞ্চ সম্পূর্ণ ফ্লপ হয়েছে। শুরু করলেও শেষ করতে আর ফিরে আসেননি গদ্দার অধিকারীও। এই প্রেক্ষিতে বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীর ধর্ষণের অভিযোগে ধৃত ৬ জনকে দুর্গাপুর আদালতে তোলা হলে সবার জামিনের আবেদনই নাকচ হয়ে জেল হেফাজত হয়।

আরও পড়ুন-লেফটেন্যান্ট কর্নেল পদ পেলেন নীরজ

মঙ্গলবার শেখ রিয়াজুদ্দিন এবনং শফিক শেখকে আদালতে তোলা হয় হয় গোপন জবানবন্দি দেওয়ার জন্য। কার্যত মামলা কোনদিকে গড়াতে চলেছে তা নিয়েই চর্চা চলছে শিল্পাঞ্চলজুড়ে। পাঁচজনের টিআই প্যারেডের আবেদন করা হলে তারও অনুমতি মিলেছে বলে জানান আইনজীবী। নির্যাতিতার সহপাঠীর টিআই প্যারেড হবে না, কারণ সে আগেই পরিচিত। প্রসঙ্গত, ১০ অক্টোবর রাতে আইকিউ সিটি মেডিক্যাল কলেজের ওই ছাত্রী পাশের জঙ্গলে গণধর্ষিতা হন বলে অভিযোগ ওঠায় উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য। প্রথমে গ্রেফতার হয় পাঁচজন। কয়েকদিন পরে গ্রেফতার হয় নির্যাতিতা পড়ুয়ার সহপাঠী। বিশ্বস্ত সূত্রের খবর, প্রথম ধৃত পাঁচজনই কিন্তু নিজেদের নিরপরাধ প্রমাণ করতে যে কোনও পরীক্ষায় বসতে রাজি। আসল সত্য জানতে লাই ডিক্টেটরের সাহায্য প্রয়োজন কিনা বা মিসিং লিঙ্ক কিছু আছে কিনা সেই নিয়ে এখন প্রশ্ন উঠেছে। মাঝের ৪০ মিনিট সময় নিয়েই আসল ধন্ধ। কারণ ওই ৪০ মিনিট ধৃত সহপাঠী নির্যাতিতাকে ছেড়ে ক্যাম্পাসে ছিল। তাই ওই সময়টা পুলিশের কাছে এখনও ধোঁয়াশাপূর্ণ। পাশাপাশি এটাও সত্যি, সহপাঠীর সঙ্গে প্রেমের বা ঘনিষ্ঠ সম্পর্ক না থাকলে রাতে দুজনে এভাবে জঙ্গলে যেত না। জঙ্গলে সহপাঠীর সঙ্গে নির্যাতিতা ঘনিষ্ঠ অবস্থায় ছিলেন কিনা লাই ডিক্টেটর কি সেই প্রশ্নের জবাব দিতে পারবে। আসল সত্য তুলে এনে দুর্গাপুরের কপাল থেকে কলঙ্কের দাগ মোছাতে পুলিশ একপ্রকার আদাজল খেয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।

Latest article