বৃহস্পতিবার সকাল থেকে উত্তপ্ত জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir)। কাঠুয়া জেলার একটি জঙ্গলে জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে তল্লাশি অভিযান চালায় পুলিশ। এরপরেই শুরু হয় গুলির লড়াই। এদিনের লড়াইতে জখম হন ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি)-সহ চার পুলিশকর্মী।
আরও পড়ুন-সরকারের গালে থাপ্পড়, কোটায় ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার
জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে আজ সকালে জুথানা এলাকায় পুলিশ ও সেনার যৌথ বাহিনী তল্লাশি অভিযান শুরু করে। হঠাৎ জঙ্গিরা নিরাপত্তাবাহিনীর ওপর গুলি চালায়। পাল্টা জবাব দিলে শুরু হয় গুলির লড়াই। এরপরেই জখম হন চার পুলিশকর্মী। দ্রুত তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরো এলাকা ইতিমধ্যেই ঘিরে ফেলেছে পুলিশ। জঙ্গিরা যেন কোনওভাবেই পালাতে না পারে তাই অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। রবিবার হিরানগর সেক্টরে পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (SOG)-এর সঙ্গে সংঘর্ষের পর যারা পালিয়ে যায়, পুলিশের সন্দেহ এরা তারাই। পাকিস্তানের আন্তর্জাতিক সীমান্তের কাছে সনিয়াল গ্রামের একটি নার্সারির ‘ঢোক’ এর মধ্যে তারা লুকিয়ে ছিল তারা।
আরও পড়ুন-টাকার লোভেই বাঘাযতীনে মাকে খুন ছেলের, চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে
শনিবার জঙ্গিরা ঢুকেছে খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, এনএসজি, বিএসএফ ও সিআরপিএফ যৌথভাবে অভিযান শুরু করে। অত্যাধুনিক প্রযুক্তি ও নজরদারি সরঞ্জামের সাহায্যে চিরুনি তল্লাশি শুরু হয়। আপাতত ড্রোন, হেলিকপ্টার, বুলেটপ্রুফ গাড়ি এবং প্রশিক্ষিত কুকুর মোতায়েন করা হয়েছে। সোমবার তল্লাশি চালিয়ে নিরাপত্তাবাহিনী দুটি গ্রেনেড, চারটি লোডেড এম৪ কারবাইন ম্যাগাজিন, একটি বুলেটপ্রুফ জ্যাকেট, ট্র্যাকস্যুট, স্লিপিং ব্যাগ, খাবারের প্যাকেট এবং আইইডি তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে।