সোমবার গভীর রাতে উত্তর দিল্লির (Delhi) সব্জি মান্ডি থানা এলাকার পাঞ্জাবি বস্তি এলাকায় ভয়াবহ দুর্ঘটনা। ফের ভেঙে পড়ল একটি চারতলা বাড়ি। সূত্রের খবর, দমকলের কর্মীরা এখনও পর্যন্ত ১৪ জনকে উদ্ধার করেছেন। তবে এখনও পর্যন্ত কারও মৃত্যুর খবর প্রকাশ্যে আসেনি। বাড়িটি ভেঙে পড়ার সময় ফাঁকা ছিল বলে বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। তবে এভাবে বাড়িটি ভেঙে পড়ার ফলে বাড়ির নীচে বেশ কিছু গাড়ি চাপা পড়ে রয়েছে। দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পুলিশ একসঙ্গে উদ্ধার কাজ চালাচ্ছে।
আরও পড়ুন-সৌজন্যে ক্রীড়ামন্ত্রী,নেতৃত্বে মহিলারা, দিঘার জগন্নাথধাম এবার কলকাতাতে
বাড়িটি বেশ কিছু বছর ধরেই বিপজ্জনক অবস্থায় ছিল। কিন্তু স্থানীয়রা প্রশাসনের দিকেই আঙ্গুল তুলছে। পুরসভা আগেই বাড়িটিকে ভেঙে না দেওয়ার ফলেই দুর্ঘটনা ঘটেছে বলেই দাবি জানান তারা। সোমবার গভীর রাতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। ধ্বংসস্তূপের তলায় চাপা পড়া ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এখনও রাবিশ সরানোর কাজ করছে পুরসভা।
আরও পড়ুন-তিন স্পিনারের ভাবনা ভারতের, আজ শুরু এশিয়া কাপ
দিল্লিতে এই ঘটনা নতুন না, শনিবার দিল্লির বাদারপুর বাইপাসের কাছে একটি চারতলা বাড়ি ভেঙে পড়েছিল। সেই বাড়িটিও বিপজ্জনক অবস্থায় ছিল। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে এই ঘটনা ঘটায় দিল্লিতে পুরোনো বাড়ি সংস্কারের ক্ষেত্রে পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।