সৌমালি বন্দ্যোপাধ্যায়, হাওড়া: অপ্রতিরোধ্য বাংলা। গ্রামীণ এলাকায় বাড়ি- বাড়ি পানীয় জলের সংযোগে পর-পর চার মাস দেশের সেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ। নিজের রেকর্ড ভেঙে ফেব্রুয়ারি মাসেও বাড়ি-বাড়ি জলসংযোগে দেশের শীর্ষে রাজ্য। ২ লাখ ৫৫ হাজার ৩৮২টি বাড়িতে নলবাহিত পরিস্রুত পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে, যা জানুয়ারিকে টপকে গিয়েছে। দেশের অন্য কোনও রাজ্য আড়াই লাখের গন্ডি ছুঁতে পারেনি।
আরও পড়ুন-হার্দিককে ধন্যবাদ দিয়ে নাম তুললেন জেসন আইপিএল ২০২২
দ্বিতীয় স্থানে থাকা গুজরাতে ২ লাখ ৪৩ হাজার ১৫৪, তৃতীয় স্থানে থাকা বিহার ও চতুর্থ স্থানে থাকা অসমে যথাক্রমে ১ লাখ ৭৩ হাজার ৩৫৩ এবং ১ লাখ ৬৫ হাজার ২৩৮টি বাড়িতে নলবাহিত পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। বিজেপি-শাসিত উত্তরপ্রদেশ ফেব্রুয়ারি মাসে রয়েছে সপ্তদশ স্থানে। মাত্র ২১ হাজার ৩৩৪টি বাড়িতে সংযোগ দেওয়া হয়েছে। নবম স্থানে থাকা রাজস্থানে ৮৯ হাজার ৭৩৮, সপ্তম স্থানে থাকা মধ্যপ্রদেশ ও অষ্টম স্থানে থাকা অন্ধ্রপ্রদেশে যথাক্রমে ৯৯ হাজার ৪৫৬ এবং ৯৬ হাজার ৫১, দশম স্থানে থাকা কর্ণাটকে ৮৬ হাজার ১০৮টি বাড়িতে সংযোগ দেওয়া হয়েছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর পরিকল্পনায় ‘জলস্বপ্ন’ প্রকল্পে এই কাজ চলছে জোরকদমে।
আরও পড়ুন-ইউক্রেনের উপর মিসাইল হানা রাশিয়ার, খারকিভে মৃত্যু এক ভারতীয় ছাত্রের
নভেম্বর থেকে প্রতি মাসেই দেশের শীর্ষে রাজ্য। জানুয়ারিতে ২ লাখ ৪৬ হাজার ৫৪৪টি বাড়িতে জলের সংযোগ দিয়ে দেশের সেরা হয়েছিল বাংলা। ফেব্রুয়ারিতে লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ৬০ হাজার ৫৫২টি বাড়ি, তার ৯৮.০২% পূরণ হয়েছে। ১৪টি জেলা লক্ষ্যমাত্রা পূরণ করেছে। জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায় বলেন ‘চার মাস দেশের শীর্ষে থাকলেও আত্মতুষ্ট হলে চলবে না। যেসব জেলায় লক্ষ্য পূরণ হয়নি সেখানে বিশেষ নজর দিচ্ছি। মার্চেই লক্ষ্য পূরণ করতে হবে।’