ভোরবেলা মা উড়ালপুলে গাড়ি -বাইকের সঙ্গে সংঘর্ষ চারচাকার

এরপরেই একটি বাইকের সঙ্গে ধাক্কা লাগে গাড়িটির। বাইকটি ক্ষতিগ্রস্ত হয়। রক্তাক্ত অবস্থায় বাইক আরোহীকে ভর্তি করা হয় হাসপাতালে।

Must read

ভয়াবহ! মঙ্গলবার সকালে মা উড়ালপুলে (Maa Flyover) একের পর এক গাড়িকে ধাক্কা মারল চারচাকা। প্রথমে ডিভাইডারে ধাক্কা মারার পর গাড়িটি অন্য লেনে চলে আসে। তারপর সে দিক থেকে আসা একটি গাড়িকে ধাক্কা এবং তারপর একটি বাইকের ধাক্কা মারায় বাইক আরোহী ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ওই বাইক চালককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গাড়ির গতি এতটাই বেশি ছিল যে ডিভাইটারটিও দুমড়ে যায়। সেই অভিঘাতে গাড়িটি ঘুরে যায়। এরপরেই একটি বাইকের সঙ্গে ধাক্কা লাগে গাড়িটির। বাইকটি ক্ষতিগ্রস্ত হয়। রক্তাক্ত অবস্থায় বাইক আরোহীকে ভর্তি করা হয় হাসপাতালে।

আরও পড়ুন-কাল লখনউয়ে চতুর্থ টি-২০ ম্যাচ, রানে নেই মানে ফর্মে নেই এমন নয় : সূর্য

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘাতক গাড়িটির গতি এতটাই বেশি ছিল যে চালক নিয়ন্ত্রণ রাখতে পারেননি। যদিও ঘটনার পর থেকে তিনি পলাতক। অনেকের অনুমান, তিনি হয়তো শীতের সকালে গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছিলেন পরবর্তীতে সংঘর্ষ হতেই গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যান। দুর্ঘটনার পরে বাইক আরোহীকে রাস্তার উপরে প্রায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। কী কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ (Pragati Maidan Police)।

Latest article