সংবাদদাতা, ঝাড়গ্রাম : ক্যান্সার (Cancer patient) রোগীদের জন্য উইগ তৈরি করতে নিজেদের মাথার চুল দান করলেন ঝাড়গ্রামের চার মহিলা। এঁরা সুবর্ণ রৈখিক ভাষা ও সংস্কৃতিচর্চা বিষয়ক ফেসবুক গ্রুপ ‘আমরকার ভাষা, আমরকার গর্ব’-র সদস্যা। এই চার সদস্যা হলেন গোপীবল্লভপুর ২ নং ব্লকের আসনবনি গ্রামের বাসিন্দা সুষমা বাগ ও সোমা বাগ এবং ঝাড়গ্রাম শহরের রাজশ্রী দাস ও ঝাড়গ্রাম ব্লকের চন্দ্রির সুতপা ত্রিপাঠী। ক্যান্সার রোগীদের (Cancer patient) কেমোথেরাপি বা রেডিয়েশন থেরাপির জেরে মাথার চুল উঠে যায়। মহিলা রোগীরা চুল উঠে যাওয়ায় হীনমন্যতায় ভোগেন। অথচ উইগ কিনতে অনেক খরচ পড়ে যায়, সবাই কিনে উঠতে পারেন না। এই অবস্থায় গরিব বা মধ্যবিত্ত মহিলাদের পাশে দাঁড়াতে নিজেদের মাথার চুল বহু মহিলাই স্বেচ্ছায় দান করে থাকেন। শহরের সচেতন বহু মহিলার কথা মাঝেমধ্যে খবর হয়। কিন্তু সুদূর ঝাড়গ্রামের চার মহিলা এভাবে এগিয়ে আসা নিঃসন্দেহে উৎসাহব্যঞ্জক। ওঁদের দেখে অনেকেই কেশদানে উৎসাহিত হবেন সন্দেহ নেই। সোমবার কেটে-ফেলা চুল পাঠানো হয় মুম্বইয়ের স্বেচ্ছাসেবী সংগঠন মদত ট্রাস্টের কাছে। সবাই অকুণ্ঠ ধন্যবাদ জানাচ্ছেন চার মহিলা দাতাকে।