গুজরাতের (Gujrat) ভরুচ জেলায় শনিবার রাতে রাসায়নিক কারখানায় বিষাক্ত গ্যাস লিক করে মৃত্যু হল চার শ্রমিকের। পুলিশ সূত্রে খবর, মৃত শ্রমিকদের নাম মুদ্রিকা যাদব (২৯) (ঝাড়খণ্ডের আধৌরার), রাজেশ কুমার মগনাদিয়া (৪৮), (ভারুচের বাসিন্দা), সুচিত প্রসাদ (৩৯) এবং মহেশ নন্দলাল (২৫)। প্রায় সকলেই ভিন্রাজ্য থেকে কাজে এসেছিলেন। দহেজ থানার পুলিশ আধিকারিক এই মর্মে জানিয়েছেন, শনিবার রাত ৮টা নাগাদ গুজরাত ফ্লুরোকেমিক্যাল্স লিমিটেড (জিএফএল) নামে ওই কারখানার পাইপ ফেটে গ্যাস বের হওয়া শুরু হয়। বিষাক্ত সেই আবহাওয়ায় শ্বাস নেওয়ার ফলে কোম্পানির এক কর্মচারী এবং তিন চুক্তিভিত্তিক শ্রমিক অজ্ঞান হয়ে যান। দ্রুত তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁদের ভারুচ হাসপাতালে স্থানান্তরিত করা হয় কিন্তু কোনভাবেই শেষ রক্ষা হয় নি।
আরও পড়ুন-প্রত্যন্ত এলাকায় জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ‘দুয়ারে সরকার’, সন্দেশখালির সভা থেকে মুখ্যমন্ত্রী
জিএফএল কর্তৃপক্ষ ঘটনায় শোকপ্রকাশ করে নিহতের পরিবারকে ৩০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে। ঠিক কী ভাবে এমন এক দুর্ঘটনা ঘটল, সেই নিয়ে সংশয়ে পুলিশ। ঘটনায় তদন্ত শুরু হয়েছে। কর্মীদের সুরক্ষায় সঠিক ব্যবস্থা ছিল কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হবে। আপাতত মৃতদের দেহগুলি ময়নাতদন্তের জন্য ভারুচ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে এলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।