গুরুগ্রামে বেপরোয়া গতির বলি চার বছরের শিশু, অবশেষে গ্রেফতার চিকিৎসক চালক

চলতি সপ্তাহে হরিয়ানার (Haryana) গুরুগ্রামে শিশুকে পিষে দিল চিকিৎসকের গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে চার বছরের ওই শিশুর।

Must read

চলতি সপ্তাহে হরিয়ানার (Haryana) গুরুগ্রামে শিশুকে পিষে দিল চিকিৎসকের গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে চার বছরের ওই শিশুর। তদন্তে নেমে অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু কীভাবে ও কেন ওই দুর্ঘটনা ঘটল, সেটা খতিয়ে দেখা হচ্ছে। সোমবার গুরুগ্রামের সুরতনগরে বাড়ির বাইরে খেলছিল চার বছরের এক শিশু। সেই সময় হঠাৎ করেই বেপরোয়া গতিতে ছুটে এসে একটি গাড়ি শিশুটিকে পিষে দেয়। বেগতিক বুঝে এলাকা ছেড়ে পালিয়ে যান ঘাতক গাড়ির চালক। গুরুতর জখম অবস্থায় শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন-শারদোৎসবের প্রাক্কালে ঐতিহ্য আর কূটনীতির মেলবন্ধন বাংলাদেশের জামদানি প্রদর্শনী

জানা গিয়েছে, ঘটনার চার দিনের মাথায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম হিতেশ শর্মা। তিনি একটি সরকারি হাসপাতালের চিকিৎসক। শুক্রবার সন্ধ্যায় তাঁকে গ্রেফতার করা হয়েছে এবং গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। শিশুটির পরিবার সূত্রে খবর, সোমবার শিশুটি বাড়ির সামনেই খেলছিল, হঠাৎ হিতেশের এসইউভি গাড়ি তাকে পিষে দিয়ে চলে যায়। প্রথমে চালক গাড়ি থামিয়ে বেরিয়ে এসেছিলেন। কিন্তু শিশুটি গুরুতর আহত বুঝতে পেরে গাড়িতে উঠে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। গোটা ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ।

Latest article