প্রতিবেদন: প্রস্তুতি চূড়ান্ত। সোমবার চতুর্থ দফার ভোট। দেশের ১০ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৯৬ কেন্দ্রে ভোটগ্রহণ আজ। ১৯ এপ্রিল থেকে শুরু হয়ে প্রথম ৩ দফায় এখনও পর্যন্ত ভোট হয়েছে মোট ২৮৫ কেন্দ্রে। লক্ষণীয়, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে সব কটি আসনেই ভোট সোমবার। অন্ধ্রপ্রদেশে লোকসভা ভোটের পাশাপাশি এদিনই বিধানসভার ভোট।
আরও পড়ুন-পশু নির্যাতনের অভিযোগ শিল্পার বিরুদ্ধে
সোমবারই ভোটপর্ব শুরু হচ্ছে ওড়িশা এবং ঝাড়খণ্ডে। ওড়িশায় ২১টি লোকসভা আসনের মধ্যে ৪টিতেই ভোটগ্রহণ প্রথমদিনে। ওই কেন্দ্রগুলির মধ্যে যে যে বিধানসভা কেন্দ্র পড়বে সেগুলিতেও ভোট একইদিনে। চতুর্থ দফায় মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন বাংলার ৮, অন্ধ্রের ২৫ লোকসভা আসন, বিহারের ৫টি, ঝাড়খণ্ডের ৪, মধ্যপ্রদেশের ৮, মহারাষ্ট্রের ১১, ওড়িশার ৪, তেলেঙ্গানার ১৭, উত্তরপ্রদেশের ১৩ এবং জম্মু-কাশ্মীরের একটি আসনে। লক্ষণীয়, এদিনের নজরকাড়া কেন্দ্রগুলির অন্যতম উত্তরপ্রদেশের কনৌজ। এখানে লড়াই করছেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব।