কাল লখনউয়ে চতুর্থ টি-২০ ম্যাচ, রানে নেই মানে ফর্মে নেই এমন নয় : সূর্য

Must read

ধর্মশালা, ১৫ ডিসেম্বর : তিনি বলছেন এটা স্রেফ আউট অফ রানস, আউট অফ ফর্ম নয়। আর তিনি খুব তাড়াতাড়ি রানেও ফিরবেন। যেহেতু নেটে খুব ভাল ব্যাট করছেন।
বুঝতে অসুবিধা নেই ইনি সূর্যকুমার যাদব। ভারত অধিনায়ক। যিনি ২৪ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে হায়দরাবাদে ৭৫ রান করেছিলেন। তার আগে সেপ্টেম্বরে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত ৪৭। কিন্তু তারপর থেকে সূর্যর ব্যাটে আর রান নেই। গত কয়েকটি ম্যাচে তাঁর ব্যাটিং গড় নেমে এসেছে ১৪.২০-তে। বিশ্বকাপের আর ৭ ম্যাচ বাকি। এই সিরিজের বাকি আর দুই ম্যাচে। সূর্যকে নিয়ে উদ্বেগ তাই স্বাভাবিক।

আরও পড়ুন-এসআইআর আতঙ্ক : একই দিনে দুই আত্মহত্যা

কিন্তু সূর্য বলছেন, আমি তো নেটে ভালই ব্যাট করছি। রান যখন আসার ঠিক আসবে। আমি রানে নেই, কিন্তু তাই বলে আউট অফ ফর্ম মোটেই নই। ধর্মশালায় খেলার পর সূর্য আরও বলেন, এই খেলাটা এমন যে অনেক কিছু শেখায়। এই যেমন নিউ চণ্ডীগড়ে হারের পর এখানে এবার দারুণভাবে ফিরে এলাম। ওখানে হারের পর আমরা বেসিক জিনিসে ফিরে গিয়েছিলাম। কটকে কী করে জিতেছি সেটা ভেবেছিলাম। বোলাররা সবাই একসঙ্গে বসে আলোচনা করেছিল কোথায় ভুল হয়েছে। তাতে ফল মিলেছে। আমরা এখানে সিরিজে এগিয়ে গেলাম।

আরও পড়ুন-আজ রাজ্যে খসড়া তালিকা

ম্যাচের সেরা অর্শদীপ বলেছেন, তিনি এখানে বেসিক ঠিক রেখে বল করতে চেয়েছিলেন। তাতে ফল পেয়েছেন। নিউ চণ্ডীগড়ে একটা খারাপ দিন গিয়েছিল। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম হারের পর সব কৃতিত্ব দিয়েছেন ভারতীয় দলকে। তিনি প্রশংসা করেন অভিষেক শর্মারও।

Latest article