বিবর্ণ ফুটবলেও শেষ আটে ফ্রান্স

Must read

ডুসেলডর্ফ, ১ জুলাই : বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে ইউরোর কোয়ার্টার ফাইনালে ফ্রান্স (France vs Belgium)। সবার নজর ছিল কিলিয়ান এমবাপের দিকে। তবে তিনি নন, ফরাসিদের জয় এল আত্মঘাতী গোল থেকে।
জয়সূচক গোলের জন্য ৮৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে ফ্রান্সকে (France vs Belgium)। নিজেদের মধ্যে বেশ কয়েকটি পাস খেলে আক্রমণ শানিয়েছিলেন ফরাসিরা। শেষ পর্যন্ত কুন্ডে বল বাড়ান পরিবর্ত হিসাবে কিছুক্ষণ আগেই মাঠে নামা কোলো মুয়ানিকে। বক্সের মধ্যে থেকে নেওয়া মুয়ানির শট বেলজিয়ামের ডিফেন্ডার ভারতোনঘেনের পায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়িয়ে যায়। গোলকিপার কোয়েন কাস্তিলসের কিছুই করার ছিল না। আর এই গোলটাই ম্যাচের ভাগ্য গড়ে দিল।

আরও পড়ুন- থ্রি-ডি প্রিন্টেড মস্তিষ্ক-কোষ

তবে জিতলেও ফ্রান্সের খেলা মন জয় করতে পারল না। বেলজিয়ামের সেই সোনালি সময় নেই। রোমেলু লুকাকু, কেভিড ডি ব্রুইনরা নিজেদের সেরা সময় ফেলে এসেছেন। নতুন কোনও তারকাও উঠে আসেনি বেলজিয়াম ফুটবলে। সেই দলকে হারাতে হিমশিম খেলেন এমবাপেরা। বরং দ্বিতীয়ার্ধে ফরাসি গোলকিপার মাইক মাইগনান ডি ‘ব্রুইনের গোলার মতো শট রুখে না দিলে ম্যাচটা হারতেও পারত ফ্রান্স।
পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলেও এমবাপেরা বিপক্ষ বক্সে গিয়ে বারবার খেই হারালেন। মার্কাস থুরাম ও চুয়ামেনি সহজ সুযোগ নষ্ট না করলে, বিরতির আগেই এগিয়ে যেতে পারত ফ্রান্স। এমবাপে প্রথমার্ধে হতাশ করেছেন। বিরতির পর অবশ্য ফরাসিদের আক্রমণের ধার বেড়েছিল। এমবাপে দুই প্রান্ত দিয়ে দৌড় শুরু করেন। কিন্তু অতিরিক্ত স্বার্থপর হতে গিয়ে বেশ কিছু আক্রমণ নষ্ট করেন তিনি। এবারের ইউরোতে এখনও পর্যন্ত চেনা ছন্দে দেখা গেল না এমবাপেকে। এমন ফুটবল খেললে কিন্তু ফরাসিদের কাপ স্বপ্ন অধরাই থেকে যাবে।

Latest article