আর্জেন্টিনাকে হারাল ফ্রান্স

বিশ্বকাপ ফাইনালে হারের মধুর প্রতিশোধ। অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠল আয়োজক ফ্রান্স।

Must read

বোর্দো, ৩ অগাস্ট : বিশ্বকাপ ফাইনালে হারের মধুর প্রতিশোধ। অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠল আয়োজক ফ্রান্স। তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষ হওয়ার পর, দু’দলের ফুটবলাররা নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন! সংর্ঘষের উত্তাপ ছড়িয়ে পড়েছিল গ্যালারিতেও। যদিও পুলিশ ও নিরাপত্তারক্ষীদের হস্তক্ষেপে পরিস্থিতি মাত্রা ছাড়াতে পারেনি।
একে তো কাতার বিশ্বকাপ ফাইনালের হার। তার উপরে সদ্য কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়ার পর ফরাসি ফুটবলারদের নিয়ে আর্জেন্টাইন ফুটবলারদের বর্ণবিদ্বেষমূলক গান পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলেছিল। এদিন খেলা শুরুর আগেই ফরাসি সমর্থকদের বিদ্রুপের মুখে পড়তে হয় আর্জেন্টিনাইন ফুটবলারদের। এদিকে, খেলা শুরু হওয়ার মিনিট পাঁচেকে মধ্যেই জাঁ পিয়ের মাতেতার গোলে এগিয়ে গিয়েছিল ফ্রান্স। কর্নার থেকে দুর্দান্ত হেডে গোল করেন তিনি। ম্যাচের বাকি সময় অনেক চেষ্টা করেও আর গোল শোধ করতে পারেনি আর্জেন্টিনা।

আরও পড়ুন-ড্র করেও শীর্ষে ডায়মন্ড হারবার, শেষ মুহূর্তের পেনাল্টিতে হাতছাড়া জয়

রেফারি শেষ বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গেই উৎসবে মেতে ওঠেন ফরাসি ফুটবলাররা। সেই সময় বিধ্বস্ত আর্জেন্টিনা ডাগআউট লক্ষ্য করে অশ্লীল অঙ্গভঙ্গি করেন ফরাসি ফুটবলার এনজো মিলোট। এর পরেই নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দু’দলের ফুটবলাররা। বাদ যাননি কোচ ও কর্মকর্তারাও। কোনও রকমে পরিস্থিতি সামাল দেওয়া হয়। এদিকে, সেমিফাইনালে ফ্রান্স খেলবে মিশরের বিরুদ্ধে। প্যারাগুয়েকে টাইব্রেকারে হারিয়ে চারে উঠেছে মিশর। অন্য সেমিফাইনালে স্পেন মুখোমুখি হবে মরক্কোর।

Latest article