প্রতিবেদন: মিথ্যা প্রমাণিত হল পাকিস্তানের দাবি। অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের বিমানবাহিনী ভারতের ৩টি রাফাল যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে বলে যে প্রচার চালাচ্ছে পাকিস্তান তা সম্পূর্ণ খারিজ করে দিল রাফাল যুদ্ধবিমানের প্রস্তুতকারী সংস্থা ফ্রান্সের দাসো অ্যাভিয়েশন। তবে সংস্থার সিইও এরিক ট্র্যাপিয়ার জানিয়েছেন, ভারতের প্রত্যাঘাত পর্বে সত্যিই ভেঙে পড়েছিল একটি রাফাল যুদ্ধবিমান। কিন্তু তার কারণ, মাঝ আকাশে যান্ত্রিক গোলযোগ।
আরও পড়ুন-লর্ডসে সবুজ পিচ পাচ্ছে ভারত
পাকিস্তানের গুলি নয়। আর ভারতের ৩টি যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে বলে যে দাবি পাকিস্তান করছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর বলে খারিজ করে দিয়েছে রাফালের প্রস্তুতকারী সংস্থা। তাৎপর্যপূর্ণ বিষয় হল, গত মে-তে ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের সেনাপ্রধান অনিল চৌহান মেনে নিয়েছিলেন পাক হামলায় ভারতের যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। কিন্তু সেনাপ্রধানের কথায় স্পষ্ট হয়নি, রাফাল যুদ্ধবিমানই ধ্বংস হয়েছে কি না। সোমবারই ভারতের বিদেশ সচিব আর কে সিং এক টিভি সাক্ষাৎকারে রাফাল গুলি করে নামানোর ব্যাপারে পাকিস্তানের দাবি সম্পূর্ণ উড়িয়ে দেন। তাঁর সাফ কথা, ভারতের তুলনায় অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পাকিস্তানের। মঙ্গলবার রাফাল প্রস্তুতকারক সংস্থার সিইওর কথাতে আরও স্পষ্ট হল, কতটা মিথ্যাচার করছে পাকিস্তান। উল্লেখ্য, আগে ফ্রান্সের কাছে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কিনেছিল ভারত। ২০১৬-র চুক্তিতে আসা এই যুদ্ধবিমানগুলো ব্যবহার করছে ভারতীয় বায়ুসেনা। কেনার কথা আরও ২৬টি। চিন অবশ্য লাগাতার অপপ্রচার চালাচ্ছে, সংঘাতপর্বে পাকিস্তানের চিনা যুদ্ধবিমানের সঙ্গে নাকি পেরে ওঠেনি রাফাল। কিন্তু এবার আরও স্পষ্ট হয়ে গেল পাকিস্তান-চিনার মিথ্যাচারের স্বরূপটা।