প্রতিবেদন: ভারতীয় প্রতিরক্ষা ক্ষেত্রের শক্তিবৃদ্ধি করতে ফের আসছে ফ্রান্সের রাফাল (Rafale)। এতে ভারতের নৌসেনার শক্তিবৃদ্ধি হবে বলে আশা। রাফাল (Rafale) মেরিন ফাইটার জেট বা রাফাল এম-এর জন্য প্যারিস ও দিল্লির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে জানা যাচ্ছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সফরে ফরাসি প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুর সঙ্গে এই বিষয়ে ডোভালের কথা হয়েছে বলে সূত্রের খবর। পাশাপাশি ফ্রান্স এই চুক্তির বিষয়ে চূড়ান্তমূল্যের যে প্রস্তাব দিয়েছে, যাতে এই বিমানের দাম আগের থেকে কমানো হয়েছে। বলা হচ্ছে, নয়া চুক্তি চূড়ান্ত হলে চাপে পড়বে চিন-পাকিস্তান। আগের চেয়ে আরও শক্তিশালী হবে ভারতীয় সেনা। প্যারিস সফরে প্রেসিডেন্ট মাকরঁ ছাড়াও ফরাসি প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুর সঙ্গেও বৈঠক করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডোভাল। আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছাড়া সাধারণত অন্য দেশের এই পদের কোনও ব্যক্তির সঙ্গে বৈঠক করেন না ফরাসি প্রেসিডেন্ট। বিশেষজ্ঞদের দাবি, যুদ্ধবিমান হাতে পাওয়ার বিষয়টি ডোভাল-লেকর্নু বৈঠকে পাকা হওয়ার কথা রয়েছে। যদিও কত দিনের মধ্যে যুদ্ধবিমানগুলি ভারতীয় নৌসেনা হাতে পাবে, সে বিষয়ে জানা যায়নি।
ফরাসি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মোট ২৬টির মধ্যে ২২টি এক আসন ও চারটি দুই আসনের রাফাল-এম যুদ্ধবিমান নিয়ে আলোচনা হয়েছে। দুই আসনের যুদ্ধবিমানগুলিকে প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হবে। যুদ্ধবিমান ছাড়াও স্করপিয়ান শ্রেণির ডুবোজাহাজ এবং মহাকাশ গবেষণা ও সুরক্ষা নিয়ে ফ্রান্সের সঙ্গে আলোচনা চালিয়েছেন ডোভাল। ডোভালের সঙ্গে সাক্ষাতের পর নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন ফরাসি প্রতিরক্ষামন্ত্রী লেকর্নু।
আরও পড়ুন- হিজবুল্লার শক্তিক্ষয়ে বিপাকে ইরান, ইজরায়েলের টার্গেট এবার খোমেইনি