মোদির এবার পেনশনে ধাপ্পা

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও-র ২০২৩-২৪ অর্থবর্ষের রিপো সম্প্রতি কেন্দ্রীয় অছি পরিষদের বৈঠকে পেশ হয়েছে।

Must read

প্রতিবেদন : ভাঁওতা দিয়ে ১০ বছর সরকার চালিয়েছে, তৃতীয়বার সরকারে এসেও গ্যারান্টির ধাপ্পাবাজি চালাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার। ভোটের প্রচারে বারবার মোদির গ্যারান্টিকে ভাঁওতা বলে সোচ্চার হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, ভোট কিনতেই নরেন্দ্র মোদি গ্যারান্টির নামে ধাপ্পা দিচ্ছেন মানুষকে। তা যে কতখানি সত্যি, ফের একবার প্রমাণিত হল ইপিএফের রিপোর্টে। মোদির ধাপ্পায় বঞ্চনার শিকার হলেন এবার ৩৬ লক্ষেরও বেশি পেনশনভোগী। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে সংবাদমাধ্যমে ফলাও করে মোদি-গ্যারান্টির বিজ্ঞাপন দিয়েছিলেন। সেই ভাঁওতাবাজি ধরা পড়ে গেল পিএফ গ্রাহকদের ন্যূনতম পেনশন নিয়ে। মোদির গ্যারান্টি ছিল এক হাজার টাকা করে প্রত্যেকে ন্যূনতম পেনশন পাবেন। কিন্তু আদতে তাঁরা পাচ্ছেন ৩০০ থেকে ৫০০ টাকা করে। গ্যারান্টির নামে স্রেফ ধাপ্পা চলছে দেশজুড়ে।

আরও পড়ুন-কোর্ট-সমবায়-স্কুল নির্বাচনে সবুজ-ঝড় তৃণমূল কংগ্রেসের

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও-র ২০২৩-২৪ অর্থবর্ষের রিপো সম্প্রতি কেন্দ্রীয় অছি পরিষদের বৈঠকে পেশ হয়েছে। সেখানেই ধরা পড়ে গিয়েছেন নরেন্দ্র মোদি। তাঁর গ্যারান্টি যে স্রেফ ধাপ্পাবাজি, তা প্রমাণ হয়ে গিয়েছে। ইপিএফও-র রিপোর্ট বলছে, ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত ইপিএফের আওতায় পেনশন পেয়েছেন সাড়ে ৭৮ লক্ষেরও বেশি মানুষ। তাঁদের মধ্যে ৩৬ লক্ষ ৭০ হাজারেরও বেশি মানুষ পেয়েছেন এক হাজার টাকার কম। তাঁদের মধ্যে বেশিরভাগেরই মাসিক পেনশন ছিল ৩০০ থেকে ৪০০ টাকার মধ্যে। খুব স্বল্পসংখ্যক পেয়েছেন ৫০০ টাকা। তাহলে হাজার টাকার গ্যারান্টি গেল কোথায়? প্রশ্ন তুলেছেন পেনশনভোগীরা। উল্লেখ্য, ২০২২-২৩ অর্থবর্ষের তুলনায় এবার এক হাজার টাকার নীচের পেনশনভোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৩০ হাজার। এটাই বা হল কী করে, যেখানে ন্যূনতন পেনশন হওয়ার কথা এক হাজার টাকা, সে প্রশ্নও উঠে পড়েছে।
ন্যূনতম পেনশন এক হাজার থেকে বাড়িয়ে অন্তত সাড়ে সাত হাজার টাকা করার দাবি দীর্ঘদিনের। এই আন্দোলন চালিয়ে আসছেন ইপিএস ৯৫-এর পেনশনভোগীরা। ন্যাশনাল অ্যাজিটেশন কমিটির পশ্চিমবঙ্গ শাখার সভাপতি তপন দত্ত বলেন, ন্যূনতম পেনশন এক হাজার টাকা করার সিদ্ধান্ত মোদি সরকারের নয়। ২০১৪ সালে প্রধানমন্ত্রী মনমোহন সিং এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলেন। বিজেপিই তখন বলেছিল, হাজার টাকা পেনশনের নামে ভিক্ষা নয়, ক্ষমতায় এলে তিন হাজার টাকা দেবে তারা। সেই প্রতিশ্রুতি আর রক্ষা হয়নি। মোদি এবার মিথ্যাচার করে এক হাজার টাকা গ্যারান্টি দিয়ে ভোট নিয়েছেন। তৃণমূলের দাবি, পুরোটাই ভাঁওতা আর ধাপ্পার উপর চলছে কেন্দ্রের সরকার। প্রতি পদক্ষেপে তা প্রমাণ হয়ে যাচ্ছে। এরা প্রকল্প চুরি করে। পূর্বতন সরকারের পাশ করা কাজকেই গ্যারান্টি বলে চালায়। সেই গ্যারান্টিও রক্ষা করে না। মিথ্যাচার-মিথ্যাবাদী একটা সরকার চলছে কেন্দ্রে।

Latest article