অভিষেকের নাম করে প্রতারণা, ধৃত অভিযুক্ত

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে প্রতারণা!

Must read

প্রতিবেদন : তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে প্রতারণা! লোকজনকে বিধানসভা নির্বাচনের টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক টাকা হাতানোর অভিযোগে গ্রেফতার শেখ নাজমুল হোদা নামে এক ব্যক্তি। ডায়মন্ড হারবারের সাংসদের ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ পেয়ে তদন্তে নেমেছিল শেক্সপিয়র সরণি থানা।

আরও পড়ুন-বাংলার অপমানের বিরুদ্ধে বারাকপুরে তৃণমূলের প্রতিবাদ

অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার পার্ক স্ট্রিটের থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবককে। ধৃতকে জেরা করে এই প্রতারণা চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত আছে, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। শনিবার ধৃতকে আদালতে পেশ করা হবে। পুলিশ সূত্রে খবর, ফোন কল ও ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে বিধানসভা নির্বাচনের টিকিটের লোভ দেখাতেন ওই ব্যক্তি। সেইভাবে কতজনের কাছ থেকে কত টাকা তোলা হয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Latest article