ছাত্রীদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা কৃষ্ণনগর পুরসভার

থাকবে সিসি টিভি ও সাউন্ড সিস্টেমের ব্যবস্থা। এ জন্য প্রয়োজনীয় অনুমতিও নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বাস দুটির রুটও ঠিক করা হয়েছে।

Must read

সংবাদদাতা, নদিয়া : ছাত্রীদের যাতায়াতের সুবিধা ও যানজট এড়াতে বিনামূল্যে দুটি বাস সার্ভিস চালু করল কৃষ্ণনগর পুরসভা, শুক্রবার দুপুরে। এই দিন থেকে শহরে এই বিশেষ পরিষেবা আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। পুর এলাকায় স্কুলের ছাত্রীদের স্কুলে নিয়ে যাওয়া ও ছুটির পরে বাড়ি পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়েছে। জানা গিয়েছে, বাসের মধ্যে ছাত্রীদের নজরদারির জন্য মহিলা কর্মীদের রাখা হবে। বাসে চালক ছাড়া সকলেই থাকবেন মহিলা।

আরও পড়ুন-কাঁচা সবজির দাম নিয়ন্ত্রণে অভিযান মহকুমাশাসকের

থাকবে সিসি টিভি ও সাউন্ড সিস্টেমের ব্যবস্থা। এ জন্য প্রয়োজনীয় অনুমতিও নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বাস দুটির রুটও ঠিক করা হয়েছে। একটি ছাড়বে শক্তিনগর পাঁচ মাথার মোড় থেকে। অন্যটি ঘূর্ণি, হালদারপাড়া মোড় থেকে রাধানগর হয়ে কৃষ্ণনগর পোস্ট অফিস মোড় চত্বরে আসবে। এ নিয়ে মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন, ‘একটি পালক যুক্ত হল কৃষ্ণনগর পুরসভার মুকুটে। কৃষ্ণনগরের ছাত্রীদের বাড়ি থেকে স্কুলে পৌঁছে দেওয়া, আবার নিয়ে আসা। এই বাস পরিষেবা সত্যিই আমাদের নাড়া দেয়।’ কৃষ্ণনগর পুরসভার চেয়ারম্যান রীতা দাস বলেন, ভবিষ্যতে প্রয়োজন হলে এই বাস আরও বাড়ানো হবে। সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা ছাত্রীদের জন্য দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই উদ্যোগ তিনি নিয়েছেন।

Latest article