পুলিশ কর্মীদের প্রশিক্ষণে শুরু ফ্রি কোচিং সেন্টার

কনস্টেবল পদ থেকে এএসআই পদে উত্তীর্ণ করার জন্য উচ্চপদস্থ অভিজ্ঞ পুলিশ আধিকারিকরা বিশেষ কোচিং সেন্টারের মাধ্যমে প্রশিক্ষণ দেবেন।

Must read

সংবাদদাতা, বারাকপুর : আইনের যারা রক্ষক। যাদের ভরসায় নিরাপদে পথেঘাটে চলাফেরা করা। নাগরিকদের নিরাপত্তা দেওয়া থেকে শুরু করে, স্বাস্থ্য এবং সম্পত্তি নিশ্চিত করার সাথে সাথে দিনরাত এক করে সমাজে অপরাধ ও নাগরিক বিশৃঙ্খলা প্রতিরোধ করা একজন পুলিশ কর্মীর কর্তব্য। তবে তার পাশাপাশি কাজের ফাঁকে নিজের কর্মক্ষেত্রে পদের উন্নতির জন্যে বিশেষ প্রশিক্ষণ নেওয়ার সুযোগ বা সুবিধা হয়ে ওঠে না। এবার তাই অনলাইনে হোক কিংবা অফলাইনে, কর্মরত পুলিশ অফিসারদের কাজের ফাঁকে তাঁদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ করে তোলার ক্ষেত্রে এক বিশেষ উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি।

আরও পড়ুন-দক্ষিণে জারি অস্বস্তি, উত্তরে চলছে বৃষ্টি

কনস্টেবল পদ থেকে এএসআই পদে উত্তীর্ণ করার জন্য উচ্চপদস্থ অভিজ্ঞ পুলিশ আধিকারিকরা বিশেষ কোচিং সেন্টারের মাধ্যমে প্রশিক্ষণ দেবেন। আর তাতে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনর বিজিতাশ্ব রাউতের তত্ত্বাবধানে রাজ্যের বিভিন্ন জেলার কনস্টেবল পদাধিকারী ব্যক্তিরা ফ্রি কোচিং ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন। পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি আগামী দিনে হতে চলা কনস্টেবল থেকে এএসআই ডিপার্টমেন্টটাল এক্সাম-এর জন্যে হাতে কলমে শেখানোর ক্ষেত্রে ফ্রি কোচিং ক্লাসের শুভ সূচনা করেন। সোমবার বারাকপুরে আজিজুল হেমচন্দ্র ভবনে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয় এই কোচিং সেন্টারের। এই দিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সদস্য সহ সিডিআই, এসভিএসপিএ হেমন্ত বন্দ্যোপাধ্যায়, বারাকপুর পুলিশ কমিশনের উত্তর ২৪ পরগনা জেলার কনভেনর প্রদীপ আঢ্য সহ বারাকপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ কর্মকর্তারা। সভায় উপস্থিত রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় ৬ শতাধিক পরীক্ষার্থী-সহ পশ্চিমবঙ্গ পুলিশের সদস্যবৃন্দ।

Latest article