নিখরচায় ১০০ পড়ুয়াকে নিটে বসার কোচিং জেলা প্রশাসনের, সূচনায় সাংসদ

বুধবার দুপুরে কৃষ্ণনগর রবীন্দ্রভবনে নদিয়া জেলা প্রশাসনের উদ্যোগে নিখরচায় সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকার কোচিং নিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হল

Must read

সংবাদদাতা, নদিয়া : বুধবার দুপুরে কৃষ্ণনগর রবীন্দ্রভবনে নদিয়া জেলা প্রশাসনের উদ্যোগে নিখরচায় সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকার (NEET) কোচিং নিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হল। উদ্বোধন করেন সাংসদ মহুয়া মৈত্র। ছিলেন জেলাশাসক অরুণ প্রসাদ, সভাধিপতি তারান্নুম সুলতানা মীর, সহ সভাধিপতি সজল বিশ্বাস, কৃষ্ণনগর সদরের এসডিও শারদ্বতী চৌধুরী-সহ বিশিষ্টজনেরা। ১০০ পড়ুয়াকে নিয়ে এই কোচিং ক্লাস শুরু হচ্ছে বলে জানা যায়। একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের এখানে কোচিং করা হবে।

আরও পড়ুন-ব্যাঙ্ক জালিয়াতি রুখতে পরামর্শ সুপ্রিম কোর্টের

জেলাশাসক অরুণ প্রসাদ বলেন, ‘সবাইকে খুব ভাল করে চেষ্টা করতে হবে। এই পরীক্ষায় ভাল ফল করতে গেলে পড়াশুনার বাইরেও অনেক কিছু জানতে হবে। একটি বেসরকারি প্রতিষ্ঠান এর দায়িত্বে আছে।’ সাংসদ মহুয়া মৈত্র বলেন, ‘এটা খুব ভাল উদ্যোগ। এখন কোনও কোচিং ছাড়া নিট উতরনো অসম্ভব। যারা সরকারি স্কুলে পড়ে তাদের প্রাইভেট কোচিং নেওয়া খুব কঠিন।’ ডোমা অফিসে ছুটির দিনে ১০০ পড়ুয়াকে এই কোচিং দেওয়া হবে। একজনও যদি সুযোগ পায় তাহলেও জেলার সেটা গর্ব।’ মহকুমা শাসক শারদ্বতী চৌধুরী বলেন, ‘যারা ডাক্তার হতে চায় তাদের বিনা মূল্যে কোচিং দেওয়া হবে। নদিয়া জেলা প্রশাসন উদ্যোগ নিয়েছে অফলাইন ও অনলাইনে দুই মাধ্যমে কোচিংয়ের।’

Latest article