সংবাদদাতা, ঝাড়গ্রাম: আর দূরে ছুটতে হবে না। বহু দিনের দাবিমতো ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে এবার চালু হতে চলেছে ডায়ালিসিস ইউনিট। একসঙ্গে ১০ জন রোগী এই পরিষেবা পাবেন। পিপিপি (পাবলিক প্রাইভেট পার্টনারশিপ) মডেলে গড়ে ওঠা এই ইউনিট চালু হলে উপকৃত হবেন জেলার প্রান্তিক এলাকা ও আশপাশের গ্রামের অসংখ্য মানুষ। ইতিমধ্যে এসে গিয়েছে অত্যাধুনিক ডায়ালিসিস মেশিন। ফলে কিডনির রোগীদের আর কলকাতা বা দূরের হাসপাতালে গিয়ে চিকিৎসা করাতে হবে না।
আরও পড়ুন-শেষ শয্যায় বাবা, রোগী দেখে সৎকারে গেলেন চিকিৎসক
বর্ষায় সাপে কাটা রোগীর সংখ্যাও বাড়ে। অনেক ক্ষেত্রে তাঁদেরও ডায়ালিসিসের প্রয়োজন পড়ে। নতুন ইউনিটটি আপৎকালীন পরিস্থিতি সামলাতেও সক্ষম হবে। ডায়ালিসিস ইউনিট চালুর প্রস্তুতি খতিয়ে দেখতে এসে এসএসকেএম হাসপাতালের নেফ্রোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ অতনু পাল বলেন, পরিকাঠামো দেখে আমরা খুশি। আরও কিছু পরামর্শ দিয়েছি। খুব শিগগিরই এখানে ডায়ালাইসিস পরিষেবা চালু হয়ে যাবে। বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক মানুষেরা সবচেয়ে বেশি উপকৃত হবেন, কারণ এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে মিলবে। জেলার স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।