পড়ুয়াদের বিনামূল্যে এইচপিভি টিকা

Must read

প্রতিবেদন : জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে ঐতিহাসিক পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। স্কুলপড়ুয়া কিশোরীদের এবার বিনামূল্যে এইচপিভি টিকা (HPV vaccination) দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা দফতরের মাধ্যমে ২০২৭ সাল থেকে এই টিকাকরণ কর্মসূচি চালু করা হবে রাজ্যে।
রাজ্য পরিবার কল্যাণ আধিকারিক ডাঃ অসীম দাস মালাকার জানিয়েছেন, এইচপিভি টিকাকরণ চালু করার সমস্ত প্রস্তুতি শুরু হয়েছে। এই কর্মসূচি চালুর জন্য স্কুল-স্তরে পরিকাঠামো, সংবেদনশীলতা এবং অভিভাবক সচেতনতা গড়ে তোলা হবে। দেশে মহিলাদের মধ্যে দ্বিতীয় সর্বাধিক প্রাণঘাতী ক্যানসার হল জরায়ুমুখ ক্যানসার বা সার্ভাইক্যাল ক্যানসার। ২০২৩ সালে দেশে এই রোগে আক্রান্ত হন প্রায় ১.২৪ লক্ষ মহিলা। যাঁদের মধ্যে মৃত্যু হয় প্রায় ৮০ হাজার জনের। এই ক্যান্সারের মূল কারণ হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সংক্রমণ।

আরও পড়ুন-ডুরান্ডের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী, পুরস্কারমূল্য বেড়ে ৩ কোটি

চিকিৎসকদের মতে, সময়মতো টিকা (HPV vaccination) নেওয়া ছাড়া এই রোগের কার্যকর প্রতিরোধ নেই।
ভারতে উৎপাদিত এইচপিভি টিকার দাম ছিল প্রতি ডোজ ২৬০০ টাকা। আমেরিকান ব্র্যান্ডের টিকা শুরু হত ৩৫০০ টাকা থেকে, এমনকী ন্যানোভ্যালেন্ট ভ্যাকসিনের ক্ষেত্রে প্রতি ডোজে খরচ হত ১০ হাজার টাকা। ফলে বহু নিম্নবিত্ত কিশোরী এই সুরক্ষা থেকে বঞ্চিত হচ্ছিল। যদিও এখনও নির্ধারণ হয়নি, ঠিক কোন শ্রেণির বা বয়সসীমার ছাত্রীরা প্রথম পর্যায়ে টিকা পাবে। সাধারণত ৯ থেকে ১৪ বছর বয়সিদের দু’টি ডোজ যথেষ্ট, আর তার পরের বয়সে তিনটি ডোজ দিতে হয়। বিশেষজ্ঞদের মতে, পরিচ্ছন্নতা এবং নিরাপদ স্বাস্থ্যচর্চার পাশাপাশি সময়মতো টিকাকরণই এই রোগের বিরুদ্ধে সবচেয়ে বড় সুরক্ষা। স্বাস্থ্যদফতর মনে করছে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে রাজ্যে কিশোরীদের স্বাস্থ্যক্ষেত্রে এক নতুন যুগের সূচনা হবে।

Latest article