রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম তাপবিদ্যুৎ কেন্দ্রের পার্শ্ববর্তী এলাকার বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে নিখরচায় আইটিআই প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। WBPDCL তার কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা সিএসআর কার্যক্রমের অংশ হিসাবে এই কর্মসূচি নিয়েছে। শুক্রবার রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, প্রথম পর্যায়ে ২১৬ জনকে এই আইটিআই প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণের সময়কালে ভাতাও পাবেন প্রশিক্ষণরতরা। প্রশিক্ষণ চলাকালীন প্রশিক্ষণরতরা পাবেন ৬ হাজার টাকা করে ভাতা এবং সঙ্গে যাতায়াত খরচা ১ হাজার টাকা। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে শংসাপত্রও দেওয়া হবে। প্রশিক্ষণের অভিজ্ঞতার এই শংসাপত্র দেখিয়ে ভবিষ্যতে চাকরির আবেদনও করতে পারবেন তাঁরা।
আরও পড়ুন: রাহুল গান্ধী : সুপ্রিম কোর্টের রায়ে খুশি মমতা বন্দ্যোপাধ্যায়
প্রাথমিকভাবে বক্রেশ্বর এবং সাগরদিঘি বিদ্যুত কেন্দ্রের পার্শ্ববর্তী আইটিআই সিউড়ি এবং আইটিআই বহরমপুরকে প্রশিক্ষণের জন্য চিহ্নিত করা হয়েছে। এই পর্যায়ে সহকারী ইলেকট্রিশিয়ান, ফিটার, সহ মোট আটটি কোর্সে প্রশিক্ষণ দেওয়া হবে। এজন্য আলাদা একটি অনলাইন পোর্টাল খোলা হয়েছে। যার মাধ্যমে ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রথম ব্যাচ শুরু হচ্ছে আইটিআই সিউড়িতে। ২১৬ জনের এই প্রশিক্ষণ প্রার্থীদের মধ্যে ১৫৬ জন ফিটার মেকানিক্যাল অ্যাসেম্বলি কোর্স এবং ৬০ জন সহকারী ইলেকট্রিশিয়ান নির্মাণে প্রশিক্ষণ নেবেন। পরের ব্যাচটি অগাস্ট মাসের তৃতীয় সপ্তাহে আইটিআই বহরমপুরে শুরু করার সিদ্ধান্ত হয়েছে বলে WBPDCL-এর চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর পিবি সেলিম জানিয়েছেন।
এদিন সল্টলেকে বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস বিদ্যুৎ উন্নয়ন ভবন থেকে ভার্চুয়ালি জল সঞ্চয়,পরিবেশ বান্ধব প্রকল্প হিসেবে সাগরদিঘী তাপবিদ্যুৎ কেন্দ্রে লেগুনের (উপহ্রদের) মাধ্যমে ছাই মিশ্রিত জলের পুনঃ সঞ্চালন এবং পুনরুদ্ধারের ব্যবস্থা প্রকল্পের উদ্বোধন করেন।