অনির্বাণ কর্মকার, দুর্গাপুর: ভারি মজার দৃশ্য দেখা যাচ্ছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর শিল্পাঞ্চলে। যাত্রীবাহী এক টোটোরিক্সায় নিত্যদিন হনুমানবাবাজি চড়ে বসছে। পাশে যাত্রী বসলেও তার হেলদোল নেই। ফলে হনুমান ও যাত্রী দিব্যি একসঙ্গে যাতায়াত করছে। টোটো দাঁড় করিয়ে রাখলেই বজরংবলী তাতে চেপে আশপাশের এলাকায় ঘুরে বেড়াচ্ছে। কাউকে কিছুই বলে না সে।
আরও পড়ুন-সাইকেলে বিশ্বের ১৯১ দেশে এইডস রোখার বার্তা দিয়ে দু’যুগ পর ঘরে ফিরছেন সোমেন
ফলে যাত্রী থেকে পথচারী মাঝেমধ্যেই তাকে খাবার দেয়, আদর করে। দুর্গাপুর এক নম্বর ওয়ার্ডের রঘুনাথপুরের বাসিন্দা মুকেশ দত্ত। পেশায় টোটোরিক্সা চালক। বলেন, আমাদের এলাকায় প্রায়ই হনুমানের দল আসে। কয়েকমাস আগে ওই দল থেকে একটা প্রাপ্তবয়স্ক হনুমান দলছুট হয়ে যায়। এলাকায় একাই ঘোরাঘুরি করে। অন্যদের সঙ্গে আমিও তাকে খাবার দিতাম। একদিন দেখি টোটো নিয়ে বেরোতেই সিটে এসে বসে পড়ল। বহু চেষ্টা করেও সরাতে পারলাম না। চিন্তায় ছিলাম। ও বসে থাকলে অন্য যাত্রীরা আসবে না। কিন্তু বজরংজি কাউকে কিছু করে না। যাত্রীরা নির্দ্বিধায় চড়ছে। রাস্তায় অন্য লোকজনও ওকে কলাটা, মূলোটা দিচ্ছে। ওকে দেখার জন্যও অনেকে এসে চাপছে।