সংবাদদাতা মালদহ: বাইক দুর্ঘটনায় মাথায় গুরুতর চোট। সন্তানকে বাঁচাতে লড়াই করছিলেন বাবা-মাও। কী করবেন ভেবে যখন রাতের ঘুম উড়ে গেছিল তাঁদের তখনই চিন্তামুক্ত করে স্বাস্থ্যসাথী কার্ড। এই সুবিধায় সম্পূর্ণ বিনামূল্যে মাথার জটিল অস্ত্রোপচারের (surgery) পর প্রাণ ফিরে পেল হরিশচন্দ্রপুরের ছোট্ট শিশু সুমাইয়া ইয়াসমিন।
আরও পড়ুন-উৎসব নিরাপদ করবে বিশেষ চাহিদাসম্পন্নদের তৈরি আবির
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি বাড়ির পাশে রাস্তায় চার বছরের মেয়ে সুমাইয়া খেলা করছিল। সেই সময় একটি মোটর বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা ওই শিশুকে ধাক্কা মারে। তাতেই সংজ্ঞাহীন হয়ে পড়ে ওই শিশুটি। তড়িঘড়ি তাকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। এরপর সেখান থেকে শহরের বেসরকারি একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানেই হয় শিশুটির অস্ত্রোপচার। আগের মতোই স্বাভাবিক জীবন পায় শিশুটি। অস্ত্রোপচারের পর শিশুটির বাবা সোলেমান আলি ও মা নাম রহিমা খাতুন ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁরা বলেন, মুখ্যমন্ত্রীর জনকল্যাণকর প্রকল্পের জন্যই প্রাণ ফিরছে বহু মানুষের। এত খরচ সাপেক্ষ অস্ত্রোপচার সাধারণ রোজগেরে মানুষের পক্ষে সম্ভব নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের ধন্যবাদ জানান তিনি এমন একটি কার্ড সাধারণ মানুষের হাতে তুলে দেওয়ার জন্য।
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…