সংবাদদাতা, হাওড়া : গরমে হাওড়া শহরে জল সংকট মেটাতে এখন থেকেই কাজ শুরু করে দিল পুরনিগম (HMC)। যদিও রাজ্যপাল হাওড়া কর্পোরেশনের বিলে এখনও সই না করায় ভোট প্রক্রিয়া আটকে রয়েছে। নির্বাচিত পুরবোর্ড গঠন করা যাচ্ছে না। কিন্তু তা সত্ত্বেও পুর পরিষেবায় কোনওরকম খামতি রাখতে চাইছে না হাওড়া পুরনিগম (HMC)। কর্পোরেশনের প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান ডাঃ সুজয় চক্রবর্তী-সহ সমস্ত সদস্য এলাকায় গিয়ে পরিস্থিতি ঘুরে দেখছেন। পুরনিগমের আধিকারিক ও ইঞ্জিনিয়ররাও সঙ্গে থাকছেন। জল সরবরাহ ঠিক রাখতে সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। সম্প্রতি হাওড়া পুরনিগমের ভাইস চেয়ারম্যান সৈকত চৌধুরি পদ্মপুকুর জল প্রকল্প পরিদর্শন করেন। এই গ্রীষ্মে জল সরবরাহের ক্ষেত্রে যেসব সমস্যা রয়েছে সেগুলি দ্রুত সমাধানের জন্য তিনি সেখানকার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সেই সঙ্গে শিবপুরের ওলাবিবিতলায় ভূগর্ভস্থ জলাধার থেকে জল সরবরাহের যে ব্যবস্থা করা হয়েছে তার কাজও খতিয়ে দেখেন তাঁরা। ওই জলাধারে কীভাবে জল আনা হবে তা-ও ঘুরে দেখেন পুরনিগমের ইঞ্জিনিয়ররা।