প্রতিবেদন : লজ্জার বাংলাদেশ (Bangladesh)! অরাজকতার বাংলাদেশ৷ অমানবিকতার বাংলাদেশে এবারে ঘটল আরও একটা ন্যক্কারজনক ঘটনা৷ সোমবার কুমিল্লায় ৭৮ বছরের অশীতিপর মুক্তিযোদ্ধা আবদুল হাইকে (কানু) জুতোর মালা পরিয়ে ঘোরানো হল৷ শুধু তাই নয়, তাঁকে তাঁর বাড়ি-ঘরদোর ছেড়ে অবিলম্বে চলে যেতে বলা হয়েছে৷ এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সর্বত্র৷ কৃষক লিগের এই বর্ষীয়ান নেতাকে যেভাবে হেনস্থা করা হল তার প্রতিবাদে গর্জে উঠছে ভারতের বুদ্ধিজীবী মহল৷ বিশেষ করে বাংলার মানুষ আবদুল হাইয়ের গলায় জুতো পরা অবস্থার ছবি দেখে রীতিমতো ক্ষুব্ধ৷ ৭৮ বছরের বৃদ্ধ এই মানুষটিকে যেভাবে জুতোর মালা পরিয়ে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছিল তাতে লজ্জায় মাথা হেঁট হয়ে গিয়েছে বাঙালির৷ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের ভয়ানক পরিস্থিতি আরও একবার ফুটে উঠেছে এই ছবির মধ্য দিয়ে৷ এরআগে টানা মন্দির ও মূর্তি ভাঙচুর, পুরোহিত খুন, বাংলাদেশে (Bangladesh) সংখ্যালঘুদের বাড়ি-ঘরদোর জ্বালিয়ে দেওয়া, খুন করা––একের পর এক ঘটনা ঘটেই চলেছে৷ এইসব ঘটনায় একজনের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়নি ইউনুস সরকার৷ বরং ভারতকে বোঝানোর চেষ্টা হয়েছে তারা সঠিক কাজই করছে৷ কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে ভারতের সরকার উচ্চবাচ্যও পর্যন্ত করছে না৷ পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে৷ প্রকারান্তরে পাক মদতের কথা শোনা যাচ্ছে৷ ইউনুস সরকার মুখে একথা স্বীকার না করলেও ঢাকার সঙ্গে ইসলামাবাদের ক্রমেই বেড়ে চলা ঘনিষ্ঠতা তারই প্রমাণ দিচ্ছে৷ হাসিনার বিরুদ্ধে রেড কর্নার নোটিশের পর এবার তাঁর প্রত্যার্পণ চেয়ে ভারতকে চিঠি দিল ইউনুস সরকার৷
আরও পড়ুন- অমিত শাহ ক্ষমা চান: বাবাসাহেবের অপমানের প্রতিবাদে রাজ্যজুড়ে পথে তৃণমূল