প্রতিবেদন : কেন্দ্রীয় সরকারের জন্যই স্বাধীনতা সংগ্রামীরা প্রাপ্য পেনশন থেকে বঞ্চিত হচ্ছেন। এ সংক্রান্ত একটি মামলায় কলকাতা হাইকোর্টে এমনই জানালেন রাজ্য সরকারের আইনজীবী। তিনি সরাসরি কেন্দ্রকে কাঠগড়ায় তুলেছেন। তাঁর প্রাপ্য পেনশন থেকে বঞ্চিত হয়েছেন উত্তর ২৪ পরগনার স্বাধীনতা সংগ্রামী সতীশচন্দ্র দাস।
আরও পড়ুন-অনুদান নিয়ে ট্রাম্পের দাবি অসত্য, জানাল বিদেশমন্ত্রক, ইউএসএআইডির সাত চুক্তি বন্ধ হচ্ছে
এই মামলায় রাজ্য কী পদক্ষেপ করেছে, তা জানতে চেয়েছিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল বা এজি কিশোর দত্ত জানান, ২০২১ সালে এই বিষয় কেন্দ্রকে তথ্য ও নথি পাঠানো হলেও সম্প্রতি কেন্দ্র জানিয়েছে যে মামলাকারীদের পেনশনের আবেদন খারিজ করা হয়েছে। আইনজীবীর আরও দাবি, দ্রুত এই সমস্যার সমাধান করা হবে। এজি বলেন, যেহেতু মামলাকারী দাবি করেছেন তিনি খুলনা জেলে বন্দি ছিলেন, এক্ষত্রে সেই তথ্য সংগ্রহ করতে সমস্যা হচ্ছে। এ নিয়ে দু-সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। বর্তমানে শতায়ু পার করেছেন সতীশচন্দ্র। তিনি অসুস্থ ও শয্যাশায়ী। পেনশন না মেলায় হাইকোর্টে মামলা করেন। তাঁর করা মামলায় ২০২০ সালে আদালত নির্দেশ দিয়েছিল, নথিপত্র যাচাই করে পেনশনের বিষয় পদক্ষেপ করতে হবে প্রশাসনকে। প্রয়োজনীয় নথিপত্র পাঠাতে হবে কেন্দ্রের কাছে এবং কী সিদ্ধান্ত নেওয়া হল, তা জানাতে হবে। কিন্তু অভিযোগ, আজ পর্যন্ত পেনশন চালু হয়নি। পাঁচ বছর পরেও নির্দেশ পালিত না হওয়ায় আদালত অবমাননার মামলা দায়ের করেন সতীশচন্দ্র দাস।