চিনে বসেই মরক্কোর রোগীর অস্ত্রোপচার ফরাসি চিকিৎসকের, দীর্ঘতম দূরবর্তী সার্জারির রেকর্ড

বেনজির রেকর্ড! চিনে বসেই সুদূর মরক্কোর এক রোগীর অস্ত্রোপচার করে শোরগোল ফেললেন ফরাসি সার্জন ডাঃ ইউনেস আহালাল।

Must read

প্রতিবেদন: বেনজির রেকর্ড! চিনে বসেই সুদূর মরক্কোর এক রোগীর অস্ত্রোপচার করে শোরগোল ফেললেন ফরাসি সার্জন ডাঃ ইউনেস আহালাল। চিনে নির্মিত একটি রোবট ব্যবহার করে ১২,০০০ কিলোমিটার দূর থেকে মরক্কোর এক রোগীর প্রস্টেট ক্যান্সারের অপারেশন করেছেন তিনি। এই আন্তঃমহাদেশীয় অপারেশনটি চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে দীর্ঘতম দূরবর্তী সার্জারি হিসেবে রেকর্ড গড়েছে। যেখানে দেখা গিয়েছে, ডেটা ট্রান্সমিশনের মোট দূরত্ব ৩০,০০০ কিলোমিটার ছাড়িয়ে গিয়েছে। গত ১৬ নভেম্বর পরিচালিত এই সার্জারিতে ব্যবহৃত হয়েছে টুমাই রোবট।

আরও পড়ুন-উন্নয়ন পর্ষদ সাজাচ্ছে ক্ষুদিরামের জন্মগ্রাম

এটি একটি অত্যাধুনিক সার্জিক্যাল সিস্টেম, যা বাস্তব সময়ে উচ্চ-রেজোলিউশন চিত্র এবং সুনির্দিষ্ট নিয়ন্ত্রণ প্রদানের ক্ষমতা রাখে। ডাঃ ইউনেস সফলভাবে মরোক্কোর রোগীর প্রস্টেট টিউমারটি অপসারণ করে ক্ষতস্থানে সেলাই সম্পন্ন করেন দুই ঘণ্টারও কম সময়ে। বৃহৎ দূরত্ব সত্ত্বেও যোগাযোগে বিলম্ব ছিল মাত্র ১০০ মিলিসেকেন্ডের সামান্য বেশি, যা মরক্কোর রোবোটিক আর্ম এবং সাংহাইয়ের সার্জনের মধ্যে সহজ সমন্বয় নিশ্চিত করেছে। টুমাই রোবট নির্ভুল গণনা, প্রায়োগিক ব্যবহার, নমনীয়তা এবং স্থিতিশীলতার জন্য বিখ্যাত, যা জটিল অপারেশনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফল সার্জারির পর ডাঃ আহালাল এক বিবৃতিতে বলেছেন, সাধারণ ব্রডব্যান্ড সংযোগ ব্যবহার করে অর্জিত স্পষ্ট ও মসৃণ বাস্তব সময়ের ভিডিও ফিড, উন্নত ৫জি প্রযুক্তি ছাড়াই সিস্টেমের কার্যকারিতা প্রদর্শন করেছে। গত অক্টোবর মাসে টুমাই রোবট সাংহাই এবং পশ্চিম আফ্রিকার বেনিনের মধ্যে একটি কিডনি সার্জারিতে সহায়তা করেছিল, যেখানে ডেটা ট্রান্সমিশনের দূরত্ব ছিল ২৭,০০০ কিলোমিটার। সার্জিক্যাল রোবোটিক্স ক্ষেত্রে চিন একটি শীর্ষস্থানীয় দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। এই খাতটি ২০২৬ সালের মধ্যে ৩৮.৪ বিলিয়ন ডলারে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে, যা দ্রুতগতির ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণ দ্বারা চালিত। অগাস্টের শেষে চিনে ৪ মিলিয়নেরও বেশি ৫জি বেসস্টেশন স্থাপিত ছিল।

আরও পড়ুন-উন্নয়ন পর্ষদ সাজাচ্ছে ক্ষুদিরামের জন্মগ্রাম

এগুলি উচ্চগতির, কম-বিলম্বিত চিকিৎসা প্রয়োগের মতো দূরবর্তী সার্জারিকে আরও বাস্তবসম্মত করে তুলেছে। টুমাই রোবট, যা গত মে মাসে ইইউ সিই সার্টিফিকেশন লাভ করে, বর্তমানে ইউরোলজি, থোরাসিক সার্জারি এবং গাইনোকোলজিক্যাল এন্ডোস্কোপি-সহ একাধিক প্রক্রিয়ার জন্য অনুমোদিত। এই রোবট ইতিমধ্যে ২৫০টিরও বেশি অতিদীর্ঘ দূরত্বের সার্জারি সম্পন্ন করেছে, যেখানে সফলতার হার ছিল ১০০ শতাংশ এবং মোট ট্রান্সমিশন দূরত্ব ৪,০০,০০০ কিলোমিটারের বেশি অতিক্রম করেছে। রোবটিক-সহায়ক দূরবর্তী সার্জারি এভাবেই প্রযুক্তির সফল ব্যবহারে রোগীদের অন্য দেশের শীর্ষস্থানীয় চিকিৎসকদের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ করে দিচ্ছে। বিদেশে না গিয়েও এই প্রযুক্তির সহায়তায় রোগী তাঁর নিজের দেশে বসেই উন্নত চিকিৎসা পরিষেবা পাচ্ছেন।

Latest article