প্রতিবেদন : ভারত-ফ্রান্স সাংস্কৃতিক সম্পর্কের বন্ধন সেই ১৯৪০ সাল থেকে চলছে। এই সম্পর্কের অন্যতম অঙ্গ পূর্ব ভারতের ভাষাশৈলী, সাহিত্য ও শিল্পকলার পাশাপাশি ফরাসি চিত্রকলা, সাহিত্য ও সে দেশের বিখ্যাত সুগন্ধী। এই নিয়েই দীর্ঘদিন ধরে উজ্জ্বল হয়ে আছে দু’দেশের মধ্যে সাংস্কৃতিক বন্ধনের ইতিহাস। এই লক্ষ্যে দুই দেশের তরফেই নেওয়া হয় নানা কর্মসূচি। দুই দেশের শিল্পসংস্কৃতি ও ভাষা ও সাহিত্যের বিনিময় চলে এই সব কর্মসূচির মাধ্যমে। দু’দেশের অনেকেই রীতিমতো উৎসাহী একে অপরের শিল্প ও সংস্কৃতি, সৃষ্টি নিয়ে কাজ করতে, ভাষা শিখতে। ফরাসি ভাষা শিক্ষার জন্য কলকাতায় বিশেষভাবে পরিচিতি রয়েছে আলিয়াঁস ফ্রাঁসের। তারা নানা উদ্যোগ নেয় বছরভর। শহরের পার্ক স্ট্রিট অঞ্চলের নামী বহুতল পার্ক ম্যানসনে এবার ফরাসি (French Movies) ছায়াছবি দেখানোর নতুন ধরনের ব্যবস্থা নিয়েছে আলিয়াঁস ফ্রাঁসে। এবার তাদের উদ্যোগে একটি তিন চাকার অটোরিকশার উপরে পর্দা টাঙিয়ে চলছে ফরাসি সিনেমা (French Movies) দেখার অভিনব ব্যবস্থা। শুক্রবার সন্ধ্যায় উৎসবের সূচনা হয়। চলবে রবিবার পর্যন্ত। ফি বছর ফরাসি সরকারের ব্যবস্থাপনায় ভারতের নানা প্রান্তে চলে ‘রোজুঁর ইন্ডিয়া’ শীর্ষক ছায়াছবির উৎসব। এ বছর ভারতের স্বাধীনতা প্রাপ্তির ৭৫ বর্ষ। এই কথা মাথায় রেখেই ফরাসি সরকার এবার উৎসবের আয়োজন করেছে। আলিয়াঁস ফ্রাঁসের সঙ্গে তাদের এই উদ্যোগে শামিল হয়েছে আপিজে সুরিন্দর ও আপিজে রিয়েল এস্টেট নামের প্রতিষ্ঠান।
আরও পড়ুন: কালবৈশাখীতে লণ্ডভণ্ড ধূপগুড়ি