প্যারিস, ২৭ মে : তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালকে এবার রোলাঁ গারোজের লাল সুরকির কোর্টে দেখা যাবে না। কিন্তু রাফার ডেরায় ২৩তম গ্র্যান্ড স্ল্যাম জিতে নতুন ইতিহাস লেখার হাতছানি নোভাক জকোভিচের সামনে। আজ রবিবার থেকে প্যারিসে শুরু হচ্ছে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট ফরাসি ওপেনের মূলপর্ব। গত ১৮ বছরে রোলাঁ গারোজ দেখেছে নাদাল রাজ। ১৪টি গ্র্যান্ড স্ল্যাম জিতে রোলাঁ গারোজে নিজের নাম খোদাই করে নিয়েছেন স্প্যানিশ কিংবদন্তি। এবার রাফাহীন প্যারিসে তরুণ প্রজন্মের কার্লোস আলকারেজের সঙ্গে জকোভিচের দ্বৈরথই প্রধান আকর্ষণ হতে যাচ্ছে।
আরও পড়ুন-অগণতান্ত্রিক অধ্যাদেশ বাতিল করুন, দাবি কেসিআরের
ড্র অনুযায়ী নোভাক ও আলকারেজ একই অর্ধে রয়েছেন। সেমিফাইনালের আগে দু’জনের দেখা হওয়ার সম্ভাবনা নেই। ধরেই নেওয়া হচ্ছে, বড় কোনও অঘটন না ঘটলে শেষ চারে মুখোমুখি হবেন দু’জন। জকোভিচ অবশ্য ফরাসি ওপেনে ফেভারিট নন। কনুইয়ের চোট ক’দিন আগেও ভুগিয়েছে সার্বিয়ান তারকাকে। বরং নাদালের দেশের আলকারেজের ক্লে-কোর্ট মরশুম বেশ ভাল গিয়েছে। বার্সেলোনা ও মাদ্রিদ ওপেন জিতে জোকারকে পিছনে ফেলে এটিপি র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন। তাই রোলাঁ গারোজে দু’বারের চ্যাম্পিয়ন জকোভিচের সামনে কঠিন লড়াই অপেক্ষা করছে। রবিবার প্রথম রাউন্ডে লড়াই শুরু সার্বিয়ান কিংবদন্তির। একই দিনে নামছেন আলকারেজ, দানিল মেদভেদেভরাও। চমক দিতে পারেন ড্যানিশ তরুণ হোলগার রানে।
আরও পড়ুন-ফের বিভাজনের নীতির ছায়া শিক্ষাক্ষেত্রে, উর্দু কবি ইকবালের জীবনী বাদ দিচ্ছে দিল্লি বিশ্ববিদ্যালয়
মেয়েদের সিঙ্গলসে খেতাব ধরে রাখার লড়াই বিশ্বের এক নম্বর ইগা সুইয়াটেকের। তাঁকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেন এলেনা রাইবাকিনা, আরিয়ানা সাবালেঙ্কারা।