সংবাদদাতা, আলিপুরদুয়ার : ইনট্রিউশন ডিটেকশন সিস্টেম (আইডিএস) পরীক্ষা করতে গিয়ে দুর্ঘটনা। বৃহস্পতিবার কুনকির পায়ে পিষ্ট হয়ে মৃত্যু হল রেলের অধীনে কর্মরত এক বেসরকারি কোম্পানির কর্মীর। মৃতের নাম সন্দীপ চৌধুরী (৫৫)। তিনি একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল। এদিন রেলের ধাক্কায় হাতি মৃত্যু ঠেকাতে আলিপুরদুয়ার জংশনে অত্যাধুনিক ইনট্রিউশন ডিটেকশন সিস্টেম (আইডিএস)-এর উদ্বোধনের পর রেলের উচ্চপদস্থ আধিকারিকরা রাজাভাতখাওয়ার মধুতলা এলাকায় ডিভাইসের কর্মক্ষমতা হাতে-কলমে খতিয়ে দেখতে পৌঁছোন।
আরও পড়ুন-জাতিগত শংসাপত্র, নথি চেয়ে পাঠাল লালবাজার
সেই কারণেই চেকোবিট থেকে জোনাকি এবং মমতাজ নামে দুই কুনকিকে নিয়ে আসা হয়। সেইসময় ওই এলাকা দিয়েই ভিস্টাডোম ট্রেনটি জংশনের দিকে যাচ্ছিল। ট্রেনের হর্নে লাইনের ধারে দাঁড়িয়ে থাকা কুনকি জোনাকি ভয় পেয়ে বেসামাল হয়ে পড়ে। ভয়ে জোনাকি ওই কর্মীর মাথায় সজোরে আঘাত করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।